রানে ফিরলেন সাকিব-শান্ত

রানে ফিরলেন সাকিব-শান্ত

নাজমুল হাসান শান্ত এবং সাকিব আল হাসানের ব্যাট সেভাবে হাসছিলো না। অবশেষে তাদের ব্যাট হাসার জন্য এমন দিন বেছে নিলো, তাদের ব্যাটে চড়েই চলতি আসরে নিজেদের দ্বিতীয় জয় পাওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২০ ওভার শেষে ২ উইকেট খরচায় ১৩০/২। ফিফটি তুলে নিয়েছেন নাজমুল শান্ত। ফিফটির পথে আছেন সাকিব আল হাসানও। তার আগেই অবশ্য ব্যাট হাতে সাড়ে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এছাড়াও ওয়ানডের ইতিহাসে সাড়ে সাত হাজার রান ও তিনশ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। যা বিশ্বের সবচেয়ে দ্রুততম। এই কীর্তি গড়তে ২৪৭ ম্যাচে মাঠে নামতে হয়েছে সাকিবকে।

শ্রীলঙ্কার দেওয়া ২৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা এবং ম্যাচও নিয়ন্ত্রণেই রেখেছে টাইগার ব্যাটাররা। দলীয় ৮.২ ওভারে দলীয় ৫০ করা দলটার ২০ ওভার শেষে রান ১৩০। ওপেনিং জুটি তাদের উড়ন্ত সূচনা ধরে রাখে মাত্র দুই ওভার। ২.১ ওভারে টাইগাররা হারায় তানজিদ তামিমের উইকেট। ব্যর্থতা যেন তামিমের পিছুই ছাড়ছে না। মদুশঙ্কার বলে পাথুম নিশাঙ্কার হাতে ক্যাচ দেওয়ার আগে তোলেন মাত্র নয় রান। তবে বল খেলেছেন মাত্র পাঁচটা।

দারুণ শুরু করে আরেক ওপেনার লিটন দাসও সুবিধা করতে পারেননি। একই বোলারের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে তার রান ২২ বলে ২৩। ১০৪.৫৪ স্ট্রাইক রেটে ব্যাট করলেও ইনিংস বড় করতে পারেননি।

পুরো টুর্নামেন্ট জুড়ে হতাশ করা নাজমুল শান্ত’র ব্যাট অবশ্য হাসতে শুরু করেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার রান ৪৮*(৫৭)। অন্যপ্রান্তে থাকা অধিনায়ক সাকিব আল হাসানও লঙ্কানদের বিপক্ষে ব্যাট করছেন সাবলীলভাবে। তার রান ৩৬*(৩৬)। এই রান করার পথে সাকিব স্পর্শ করেছেন সাড়ে সাত হাজার ওয়ানডে রানের মাইলফলক। ওয়ানডে ক্রিকেটে সাড়ে সাত হাজার রান হাজার রান এবং তিনশোর বেশি উইকেট নেওয়া অলরাউন্ডারদের মাঝে সবচেয়ে দ্রুততম সময়ে এই কীর্তি গড়েন সাকিব। তার ম্যাচসংখ্যা মাত্র ২৪৭।

সম্পর্কিত খবর