২০২৬ বিশ্বকাপে খেলবে মেসি
২০২২ বিশ্বকাপকেই লিওনেল মেসির শেষ ধরে নেওয়া হচ্ছিল। তবে বিশ্বকাপ শেষেই তিনি ঘোষণা দেন আরও কিছু দিন তিনি খেলে যাবেন। এদিকে এখন আগামী ২০২৬ বিশ্বকাপেরও খুব বেশি সময় বাকি নেই। তাই এখন প্রশ্ন উঠে যাচ্ছে, মেসি কি আগামী বিশ্বকাপেও খেলবেন?
সে প্রশ্নের জবাবটা দিয়েছেন মেসির আদর্শ হুয়ান রোমান রিকেলমে। তিনি জানিয়েছেন, আগামী বিশ্বকাপে নিশ্চিতভাবেই খেলবেন মেসি।
তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘মেসি নিজেকে নতুন করে আবিষ্কার করে চলেছে। আপনি কখনই জানেন না যে সে কী করতে পারে। আমার কোনো সন্দেহ নেই যে সে আগামী বিশ্বকাপে খেলবে, তাকে খেলতেই হবে। আমরা সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমি তার সাথে মাঝেমধ্যে কথা বলি। এ কারণেই আমি মনে করি সে বিশ্বকাপে খেলবে।’
পরিস্থিতি অবশ্য এমন বলছে না। সবশেষ কোপা আমেরিকার ফাইনালের পর থেকে গোড়ালির চোটের কারণে মাঠের বাইরে আছেন তিনি। জাতীয় দল হোক কিংবা ক্লাব, কোনো ম্যাচই খেলেননি তিনি এই সময়।
গেল বছরের শেষ ভাগ থেকে শুরু করে এখন পর্যন্ত বেশ বড় বড় সময় নিয়ে কয়েকবার তিনি ছিলেন মাঠের বাইরে। যার ফলে তার বিশ্বকাপ পর্যন্ত খেলা নিয়ে জেগেছে শঙ্কা। তবে শেষমেশ কী সিদ্ধান্ত নেন মেসি, তা নির্ভর করছে তার ওপরই।