ভারতে নিজের ‘সেরা পারফরম্যান্স’ দিতে চান জাকের
শরিফুল ইসলামের পরিবর্তে ভারত সফরে হয়তো একজন পেসারকেই খুঁজে নিত বিসিবি। তবে তাদের পরিকল্পনা যে ছিল ভিন্ন। কন্ডিশন অনুযায়ী তাই একটি পেসার কমিয়ে মিডল অর্ডারে ব্যাটিং শক্তি বাড়াতে ডাক পেলেন জাকের আলী অনিক। যা এখনো টেস্ট অভিষেকই হয়নি। নিজের অভিষেক সিরিজ এবং সেটি যখন ভারতের মতো দলের বিপক্ষে সেখানে তার ওপর থাকছে বাড়তি আশা। এমন কিছুর জন্য নিজেও প্রস্তুত জাকের। জানালেন ভারত সফরে নিজের সেরাটা নিংড়ে দিতে চান তিনি।
টি-টোয়েন্টিতে গত বছর অভিষেক হলেও প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা করে নিলেন জাকের। সব ঠিকঠাক থাকলে ভারত সফরেই তার হয়ে যেতে পারে অভিষেক।
এদিকে নিজের প্রথম সিরিজকে বেশ বড়সড় চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন জাকের। আসন্ন এই সফরকে সামনে রেখে আজ (শুক্রবার) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলনের পর জাকের বলেন, ‘স্কোয়াডে যেহেতু নির্বাচিত হয়েছি, উনারা প্রস্তুত মনে করেছেন বলেই নিয়েছেন। এখন আমার দায়িত্ব, নিজের সেরা পারফরম্যান্স দেওয়া।’
ক্রিকেটের সবচেয়ে সম্মানজনক ফরম্যাট এই টেস্ট। যেখানে খেলার স্বপ্ন সবারই থাকে। এমনটা ব্যক্তিক্রম না জাকেরর জন্যও। ‘সবারই স্বপ্ন থাকে টেস্ট ক্রিকেট খেলার। সেটার জন্য দলে সুযোগ পেয়ে অবশ্যই ভালো লাগছে। প্রথম শ্রেণির ক্রিকেটে আমি ২০১৭ সাল থেকে খেলছি। যে সংস্করণই হোক, ঘরোয়া ক্রিকেটে আমি ভালো করার চেষ্টা করি।’
এদিকে টেস্ট তার সুযোগ পাওয়ার পেছনে জাকের সবচেয়ে বড় কৃতিত্ব দিল ঘরোয়া ক্রিকেটকে। তবে এই ঘরোয়া ক্রিকেটকে অনেকেই বলে থাকেন ‘পিকনিক লিগ’। তবে এমন তকমা বিরুদ্ধে কথা বললেন জাকের। জানালেন এই ফরম্যাটে আসার পেছনে ঘরোয়া ক্রিকেটেও অবদান কতটুকু।
সেই প্রসঙ্গে জাকের বলেন, ‘প্রথম শ্রেণির ক্রিকেট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার খুবই কষ্ট লাগে, অনেকে বলে যে, পিকনিক ক্রিকেট। এই জিনিসটা খুব কষ্ট লাগে। আমরা জানি, আমরা কতটা কষ্ট করে খেলি ক্রিকেটার হিসেবে। তাই দয়া করে এই কথাগুলো বলবেন না। আমি এই কথায় খুব দুঃখ পাই।’
আসন্ন এই সফরে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর, চেন্নাইয়ে। দ্বিতীয় টেস্ট শুরু ২৭ সেপ্টেম্বর, কানপুরে।