শ্রীলঙ্কায় রাবেয়াদের জয়রথ চলছেই
শ্রীলঙ্কা সফরটা শুরু হয়েছিল বৃষ্টি বাঁধা দিয়েই। প্রথম ওয়ানডে ম্যাচ বৃষ্টি ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে জিতেছিল বাংলাদেশ নারী এ দল। ১-০ ব্যবধানে সেই সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টি সিরিজেও রাবেয়া-জ্যোতিদের জয়জয়কার। সিরিজের প্রথম ম্যাচে গতকাল (বৃহস্পতিবার) ৭ উইকেট জয়ে পায় সফরকারীরা। এবারের দ্বিতীয় ম্যাচেও ১০৪ রানের বড় ব্যবধানে জিতেছে রাবেয়া খানের দল।
সিরিজে টানা দ্বিতীয় জয়ে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। বাকি তিন ম্যাচের যেকোনো একটিতে জিতলেই সফরের দুই সিরিজেও রাজত্ব থাকবে বাংলাদেশ নারী এ দলের।
কলম্বোতে আজ (শুক্রবার) আজ টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। সেখানে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ।
পরে সেই লক্ষ্য তাড়ায় ১৬ ওভার ৪ বলে স্রেফ ৬০ রানেই গুটিয়ে যায় লঙ্কানরা। সেখানে বল হাতে দারুণ পারফর্ম করেন বাংলাদেশ নারী এ দলের অধিনায়ক রাবেয়া। ২ ওভার ৪ বলে স্রেফ ৪ রান দিয়েই নিয়েছেন ৪ উইকেট।
এদিকে এর আগে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো পেয়েছিল না বাংলাদেশ। দলীয় ২২ রানের মাথায় ফেরেন ওপেনার দিলারা আক্তার। পরে দ্বিতীয় উইকেটে সাথি রানীকে নিয়ে ৮০ রানের দারুণ এক জুটি করেন সোবহানা মোস্তারি। সেখানেই গড়ে যায় বড় সংগ্রহের ভিত। দলীয় সর্বোচ্চ ৫০ রান করেন সাথি এবং মোস্তারি করেন ৩৯ রান।