পাকিস্তানকে হারিয়ে এবার ৩ কোটি ২০ লাখ টাকা বোনাস পাচ্ছেন শান্তরা
পাকিস্তান সফরে সাফল্যকে ঘিরে বন্দনা পেয়েই চলেছে বাংলাদেশ দল। গতকাল (বৃহস্পতিবার) ঢাকার তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে পাকিস্তান সফরের বাংলাদেশ দলকে সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবার মোটা অঙ্কের বোনাসও পেতে চলেছে নাজমুল হোসেন শান্তর দল।
বাংলাদেশ দল বোনাস হিসেবে পাবে ৩ কোটি ২০ লাখ টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (শুক্রবার) বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। শনিবার কেলে প্যান প্যাসিফিক সোনারগাঁও বাংলাদেশ দলের ক্রিকেটারদের হাতে বিসিবির পক্ষে এই বোনাস তুলে দেবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সিরিজ জিতলে বিসিবির পক্ষ থেকে ক্রিকেটারদের বোনাসের চল আরও আগে থেকেই। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট জয়ের বিসিবি ঘোষণা দিয়েছিল, এই টেস্টের বোনাস দ্বিগুণ করে দেওয়া হবে। অর্থাৎ, আগে যা ছিল ৪ লাখ সেই টেস্টের জন্য তা হয় ক্রিকেটার প্রতি ৮ লাখ টাকা। পরে সিরিজ জেতায় ক্রিকেটার প্রতি বোনাস দাঁড়িয়েছে ১৬ লাখ করে।
দলের ১৫ জন সদস্যের হিসেবে মোট বোনাস ২ কোটি ৪০ লাখ। সেখানে বাকি ৮০ লাখ ফারুক আহমেদের বোর্ডের বিশেষ বোনাস। সব মিলিয়ে তাই ৩ কোটি ২০ লাখ টাকা বোনাস পাচ্ছেন শান্ত-মুশফিকরা।