গার্ল পাওয়ার পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপ জিতলেন শাম্মী নাসরিন
২০১৮ সালে বাংলাদেশে প্রথমবারের মতো পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। এরপর থেকে প্রতি বছরই বিভিন্ন মোড়কে অনুষ্ঠিত হয়ে আসেছে বিভিন্ন পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপের আসর। তার সূত্র ধরে এবারের ইভেন্টটি ছিল গার্ল পাওয়ার পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপ ২০২৪। সেখানে মাস্টার্স ক্যাটাগরিসহ সব ক্যাটাগরি মিলিয়ে সার্বিকভাবে টুর্নামেন্টটির চ্যাম্পিয়ন হয়েছেন শাম্মী নাসরিন।
স্কোয়াট, বেঞ্চ প্রেস এবং ডেড লিফট মিলিয়ে তিনি মোট ৩১৭.৫ কেজি ওজন তুলেছেন। যেটি তার মাস্টার্স ক্যাটাগরিসহ সব প্রতিযোগীদের মধ্যে সর্বোচ্চ।
এটিই ছিল বাংলাদেশে প্রথমবারের মতো উইমেন পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপ। যা আয়োজিত হয়েছে বেসরকারি অর্থায়নে। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়নরা সরাসরি অংশগ্রহণ করতে পারবেন বিপিসি'২৪-এ।
২০১৮ সালে বাংলাদেশে পাওয়ারলিফটিংটা শুরু হয়। ২০১৯-এ তিনি অংশগ্রহণ করেন। সেবার ফাইনালে যেতে পারেননি। কিন্তু বেশ ভালো করেছিলেন। পরের বছর একটু জেদ নিয়েই নিজেকে তৈরি করতে শুরু করলেন। পরিশ্রমের ফলও এলো। পেলেন তৃতীয় পুরস্কার। আর এবার তো সরাসরি উঁচিয়ে ধরলেন চ্যাম্পিয়ন শিরোপা।