নয়ডা টেস্ট, আফগানদের ভুলেই কি এমন মাশুল?
১৯৯৮ সালের পর কোনো বল খেলা ছাড়াই পরিত্যক্ত হলো টেস্ট ম্যাচ। সর্বশেষ ২৬ বছর আগে ১৯৯৮ এর ডিসেম্বরে নিউজিল্যান্ড এবং ভারতের ডানেডিন টেস্ট প্রবল বর্ষণের কারণে তৃতীয় দিনেই সমাপ্ত ঘোষণা করা হয়েছিল। এবার সেই তালিকায় ঢুকলো গ্রেটার নয়ডা টেস্ট। আগের চার দিনের মতো আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টি বাগড়া দিয়েছে শুক্রবারেও।
১৮৭৭ থেকে ২০২৪; এই ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে সবমিলিয়ে ৮টা টেস্ট পরিত্যক্ত হয়েছে। তবে এশিয়ার মাটিতে এবারই প্রথম কোনো টেস্ট কোনো বল মাঠে গড়ানো ছাড়াই পরিত্যক্ত হলো।
এশিয়ায় প্রথম টেস্ট অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩৩ সালে। অর্থাৎ ৯১ বছরের ইতিহাসে এবারই প্রথম এমন ঘটনার সাক্ষী বানানো গ্রেটার নয়ডা টেস্ট। অবশ্য এজন্য আফগানরা নিজেদের দুর্ভাগা ভাবারও সুযোগ নেই। কারণ জেনেশুনেই এই মাঠ নির্ধারণ করেছিল তারাই।
আফগান ক্রিকেট বোর্ডের এক কর্তা ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টস্টার কে জানান, ‘বিসিসিআই আমাদের অফার করেছিলো কানপুর, বেঙ্গালুরু এবং নয়ডা। আমরা নয়ডা বেঁচে নিয়েছিলাম এটা দিল্লির কাছে এবং কাবুলের সাথে যোগাযোগ ব্যবস্থা তুলনামূলক সহজ।’
তবে নয়ডায় ক্রিকেট অনেক বছর ধরেই হয় না, বিসিসিআই থেকেও মাঠটাকে নিষিদ্ধ করা হয়েছিলো। এটাও জানানো হয়েছিলো তাদের। যদিও সেদিকে তোয়াক্কা করেনি তারা। কেনো নিষিদ্ধ হয়েছিলো সে প্রমাণও পাচ্ছে তারা।
অতিরিক্ত বাজে আউটফিল্ড এবং ড্রেনেজ সিস্টেমের কারণেই নিষিদ্ধ ছিলো মাঠটা। ভুলের মাশুল দিতে হয়েছে আফগানদের বিপক্ষে কিউইদের একমাত্র টেস্টেও।