রোনালদোকে ‘গোট’ বলে সম্মান জানাল আল নাসর

রোনালদোকে ‘গোট’ বলে সম্মান জানাল আল নাসর

ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ৯০০তম প্রতিযোগিতামূলক গোলের মাইলফলক ছুঁয়েছেন। এমন মাইলফলক ছোঁয়ায় তার ক্লাব আল নাসর সম্মাননা জানিয়েছে তাকে। তার হাতে একটি বিশেষ জার্সি তুলে দিয়েছে, যাতে বড় করে ৯০০ লেখা, তার ওপর লেখা ‘গোট’, মানে সর্বকালের সেরা।

শুক্রবার সৌদি প্রো লিগের ম্যাচে আল আহলির বিপক্ষে মাঠে নেমেছিল আল নাসর। সে ম্যাচের শুরুতে রোনালদোকে এই সম্মাননা জানায় ক্লাবটি। 

আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে এটাই ছিল রোনালদোর প্রথম ম্যাচ। সবশেষ আন্তর্জাতিক ফুটবলের উইন্ডোয় দুটো ম্যাচেই গোল করে দলকে জিতিয়েছেন তিনি। ৯০০ গোলের মাইলফলকটা তিনি ছুঁয়েছিলেন প্রথম ম্যাচে। 

তবে গোলের খাতায় শুক্রবার নতুন কোনো গোল যোগ করতে পারেননি তিনি। আল আহলির বিপক্ষে তার দলকে ১-১ গোলে ড্র করে সন্তুষ্ট থাকতে হয়েছে। এর ফলে তার দল রয়ে গেছে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে। 

ম্যাচে অবশ্য রোনালদো সমর্থন পেয়েছেন বেশ। দলের সমর্থনে হাজির দর্শকরা তার সম্মানে নিয়ে এসেছিলেন বেশ কিছু টিফো। রিয়াদের আল আউয়াল পার্কের হাজির ওসব টিফোয় লেখা ছিল ‘৯০০ গোল’ আর ‘শুধু নায়কেরাই গৌরব অর্জন করে’।

সম্পর্কিত খবর