নির্ধারিত সময়েই হবে দক্ষিণ আফ্রিকা সিরিজ
দেশের পরিস্থিতির কারণে নারী বিশ্বকাপ হাত ফসকে বেরিয়ে গেছে বিসিবির। এরপর নিউজিল্যান্ড এ দলের সফরও পিছিয়ে গেছে এ কারণে। দক্ষিণ আফ্রিকার আসার কথা আছে আগামী মাসে। সে সিরিজ নিয়েও সৃষ্টি হয়েছিল শঙ্কা।
তবে সে শঙ্কা কেটে যেতে শুরু করেছে। নির্ধারিত সময়েই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজটি আয়োজন করতে পারবে বিসিবি, জানাচ্ছে ক্রিকবাজ।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট এই সিরিজ নিয়ে সিদ্ধান্ত জানানোর আগে দেশটির ক্রিকেটারদের সংগঠনের সঙ্গে বৈঠকে বসবে। তবে ক্রিকবাজ জানাচ্ছে, নিরাপত্তা নিয়ে আর কোনো শঙ্কা নেই এই সফরে।
আরও একটা বিষয় এই সফরের অনুকূলে আছে। সেটা হচ্ছে, দক্ষিণ আফ্রিকা সরকার এখনও দেশটির নাগরিকদের বাংলাদেশে সফর করার ক্ষেত্রে ‘বিশেষ কোনো পরামর্শ’ দেয়নি।
বিসিবি এই সিরিজের প্রস্তুতি ইতোমধ্যেই নিতে শুরু করে দিয়েছে। সিরিজের খসড়া সূচি প্রস্তুত হয়ে গেছে ইতোমধ্যেই। এই সূচি মোতাবেক আগামী ১৬ অক্টোবর বাংলাদেশে পা রাখবে সফরকারীরা।
এর পাঁচ দিন পর ২১ অক্টোবর হবে প্রথম টেস্ট। সেই টেস্টের ভেন্যু হিসেবে প্রস্তুত রাখা হয়েছে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামকে।
এরপর দ্বিতীয় ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে। আগামী ২৯ অক্টোবর শুরু হয়ে ৩ নভেম্বর শেষ হওয়ার কথা ম্যাচটির।
ক্রিকবাজকে এক বিসিবি কর্তা জানিয়েছেন, ‘আমরা আশাবাদী এই সূচি অনুসারেই সফরটা সম্পন্ন হবে। এটা আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেব কিছু দিনের মধ্যেই।’