অবশেষে চোট কাটিয়ে ফিরছেন মেসি

অবশেষে চোট কাটিয়ে ফিরছেন মেসি

‘তোমাকে দেখেছি কবে, সেই কবে, কোন বৃহস্পতিবার/আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না’ – মহাদেব সাহার এই দুই পঙক্তি চাইলে লিওনেল মেসিকেও শুনিয়ে দিতে পারেন ভক্তরা। সেই ১৫ জুলাই মেসি মাঠে নেমেছিলেন সবশেষ। এরপর থেকে চোটের কারণে আর মাঠেই ফিরতে পারেননি তিনি!

তবে এবার মেসিভক্তরা সুখবরই পেলেন। ইন্টার মায়ামির কোচ জেরার্ডো টাটা মার্টিনো জানালেন, মেসির আর মাঠে ফিরতে বাধা নেই। চোট পুরোপুরি সেরে গেছে তার।

আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে মায়ামি খেলবে ফিলাডেলফিয়ার বিপক্ষে। সে ম্যাচ দিয়েই মাঠে ফিরতে পারেন মেসি। 

কোচ মার্টিনোর ভাষ্য, ‘হ্যাঁ সে ভালো আছে। সে বৃহস্পতিবার অনুশীলন করেছে। ম্যাচের পরিকল্পনায় তাকে রাখা হয়েছে। আমরা অনুশীলনের পর ঠিক করব যে তাকে নিয়ে আমাদের পরিকল্পনাটা কী হবে। তবে সে ম্যাচে খেলতে পারবে।’

মেসিকে ছাড়া মায়ামি অবশ্য খুব একটা খারাপ করেনি। মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্স তো বটেই, সব মিলিয়েও শীর্ষে আছে দলটা। 

মেসি সব মিলিয়ে ৮টি মেজর লিগ সকারের ম্যাচে খেলতে পারেননি। তাকে ছাড়াও এমন ভালো করেছে দল। এবার তাকে ফেরত পেয়ে বেশ আনন্দিত কোচ। মার্টিনোর ভাষ্য, ‘বিশ্বসেরা খেলোয়াড়কে আমাদের দলে ফেরত পাওয়াটা বেশ আনন্দের। বিশেষ করে দল যখন খুবই ভালো করছে, তখন তো আরও বেশি!’

সম্পর্কিত খবর