রাতে ফিরছেন হাথুরু, দলের সঙ্গে যাবেন কাল
পাকিস্তান সফরের পর থেকেই বাংলাদেশ দল ব্যস্ত সময় কাটাচ্ছে। ভারত সিরিজের প্রস্তুতি শুরু হয়ে গেছে দ্রুতই। প্রায় সব ক্রিকেটার হাজির হয়েছেন অনুশীলনে। সবাই মিলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখাও করে এসেছেন সম্প্রতি।
তবে সবকিছুর ভিড়ে কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে দেখা যাচ্ছিল না। তাই প্রশ্ন উঠে যাচ্ছিল, হাথুরু কোথায়? জবাবটা হচ্ছে, বাংলাদেশ দলের কোচ ছিলেন ছুটিতে। পাকিস্তান সফর শেষে তিনি বাংলাদেশে এসেছিলেন, এরপরই তিনি পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ায়।
বিষয়টা আগে থেকেই নির্ধারিত ছিল অবশ্য। তার সেই ছুটি শেষ হচ্ছে আজ। তিনি আজ রাতে ফিরবেন ঢাকায়। বিষয়টি স্পোর্টস বাংলাকে নিশ্চিত করেছেন বিসিবির ডেপুটি মিডিয়া ম্যানেজার জাহিদ চৌধুরী।
চন্ডিকা হাথুরুসিংহেকে সঙ্গে নিয়েই ভারতের উদ্দেশে দেশ ছাড়বে দল। আগামীকাল দুপুরে ভারতের বিমানে উঠবে বাংলাদেশ।
তবে বাংলাদেশ দলের সঙ্গে সাকিব আল হাসান থাকবেন না। তিনি দেশে ফেরেননি এখনও। দলের সঙ্গে তিনি যোগ দেবেন ভারতেই।