বাফুফের নির্বাচন করবেন না কাজী সালাউদ্দিন

বাফুফের নির্বাচন করবেন না কাজী সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন নির্বাচনে সভাপতি পদে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না কাজী সালাউদ্দিন। এর মধ্য দিয়েই সমাপ্তি ঘটতে চলেছে তার ১৬ বছরের ফেডারেশন প্রধানের দায়িত্বের।

বাফুরের নির্বাচন না করার বিষয়টি আজ (শনিবার) এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন সালাউদ্দিন নিজেই।

২০০৮ সাল থেকে টানা চার মেয়াদে বাফুফের সভাপতির দায়িত্ব পালন করছেন সালাউদ্দিন। তবে জানিয়ে দিলেন আরও নির্বাচনে অংশ নিচ্ছেন না তিনি। বাফুফের আসন্ন নির্বাচন হওয়ার কথা আগামী ২৬ অক্টোবর। 

এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে এক সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বলেন, ‘আমি চার মেয়াদে দায়িত্বে ছিলাম। সেজন্য নিজেকে খুব ভাগ্যবান মনে করি, যে এমন সুযোগ আমার জীবনে এসেছে। এখন বাফুফের যে নির্বাচন আসছে ২৬ অক্টেবরে। আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না। এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। এটা জানানোর জন্য এসেছি।’

সবশেষ ক্ষমতাসীন সরকার পতনের পর থেকেই বাফুফেতে একাধিক আন্দোলন হয় কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে। সেই সূত্র ধরে, গত ১৩ আগস্ট সালাউদ্দিন বলেছিলেন, ‘আমি পদত্যাগ করছি না। আমি আবারও নির্বাচন করব।’

অবশ্য এই কথা বলার এক মাস পরই নিজের সিদ্ধান্ত পাল্টে ফেললেন সালাউদ্দিন। এবং সিদ্ধান্ত নিলেন নির্বাচনে অংশগ্রহণ না করার।

সম্পর্কিত খবর