তামিমের বিসিবিতে আসা প্রসঙ্গে ফারুক বললেন, ‘আপাতত সে ক্রিকেটার’

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৬:৫৬ পিএম | ১৪ সেপ্টেম্বর, ২০২৪

 

নাজমুল হাসান পাপনের পদত্যাগের মধ্যে দিয়ে ফারুক আহমেদ বিসিবির সভাপতি হয়ে আসার পর থেকেই একটা গুঞ্জন বেশ জোরালো হয়ে দাঁড়িয়েছে, তামিম ইকবালের বিসিবি পরিচালনা পর্ষদে আসার। সেই গুঞ্জন আরও জোরালো হয় বৃহস্পতিবার বিসিবিতে ক্রিকেটারদের সঙ্গে সভাপতির মিটিংয়ের পর। কেননা সেখানে উপস্থিত ছিলেন তামিম। এতেই আজকের ক্রিকেটারদের বোনাস অনুষ্ঠান শেষে গণমাধ্যমে তামিম প্রসঙ্গেই মুখোমুখি হতে হয় ফারুককে। সেখানে গুঞ্জন উড়িয়ে বিসিবি সভাপতি সাফ জানিয়ে দিলেন, সে এখনো ক্রিকেটার। 

হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ আজ এক অনুষ্ঠানে বিসিবির পক্ষ থেকে ক্রিকেটারদের পাকিস্তান সফরে অভাবনীয় সাফল্যের জন্য ৩ কোটি ২০ লাখ টাকা বোনাস তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেখানে উপস্থিত ছিলেন ফারুক আহমেদও। 

অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীরা তামিমের প্রসঙ্গে প্রশ্ন করলে সেখানে ফারুক বলেন, ‘আপাতত সে খেলোয়াড়। অবসর নিয়েছে নাকি ও?’

তবে কেন ক্রিকেটারদের সঙ্গে সেই বৈঠকে তামিমের উপস্থিতি তা খোলাসা করে জানালেন বিসিবি সভাপতি। ‘তামিম এসেছিল। আপনারা জানেন প্রেসিডেন্ট হওয়ার পরে খেলোয়াড়দের সঙ্গে ওরকম বসতে পারিনি। প্রথম কাজ হলো ওরা এসেছিল দেখা করার জন্য। আর দ্বিতীয় হলো যেহেতু একটু কঠিন সময় যাচ্ছে, বিভিন্ন লিগ ও বিপিএল এগুলো সময়মতো কীভাবে হবে। ওদের কিছু প্রস্তাবনা ছিল, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি কীভাবে ঠিকভাবে করতে পারি।’

খেলার দুনিয়া | ফলো করুন :