আইসিসির উচিত নিয়মটা বদলে ফেলা

আইসিসির উচিত নিয়মটা বদলে ফেলা

টানা ছয় ম্যাচ হারের পর অবশেষে জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে উত্তেজনকার সেই ম্যাচে সাকিবরা জিতেছে ৩ উইকেটে। সেই ম্যাচের ২৫তম ওভার থেকে বর্তমানে ক্রিকেট পাড়ায় সবচেয়ে আলোচিত বিষয় ‘টাইমড আউট’। ১৪৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেটে যেটি প্রথম। তাতেই সমালোচনা বনে যান সাকিব। কেননা অধিনায়ক হিসেবে সিদ্ধান্ত ছিল তার। 

এমন বিতর্কিত ঘটনার জন্ম দেওয়ায় ক্রিকেট মহলে অনেকেই দুষছেন তাকে। তবে সাকিব তার সিদ্ধান্তে মোটেও বিচলিত নন। নিয়ম থাকলে সেই সুযোগ নিতে আপত্তি নেই বলে জানিয়েছেন সাকিব।

ঘটনার পর থেকেই ক্রিকেট বিশ্লেষক, সাবেক ক্রিকেটার, সমর্থক সকল দুয়ারেই চলেছে এই আলোচনা। স্বাভাবিকভাবেই তা গড়িয়েছে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও। তবে নিয়মের মধ্যে থাকায় নিজের সিদ্ধান্তে সাকিব ছিলেন অনড়। সেই ঘটনা বিস্তারিত তুলে ধরতেও সাকিবের উত্তর ছিল অকপট।

আমাদের একজন ফিল্ডার এসে আমাকে বলেছিল, “আপনি যদি এখনই আবেদন করেন তাহলে সে (ম্যাথিউস) আউট হবে। তারপর আমি আপিল করলাম। আম্পায়াররা আমাকে জিজ্ঞেস করলেন, আমি সিরিয়াস কি না এবংআপিল তুলে নেব কি না? আমি বলেছি, যদি এটি নিয়মের মধ্যে পড়ে, আমি আপিল তুলে নিব না।”

“আমরা একইসঙ্গে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছি। অ্যাঞ্জেলোকে (ম্যাথিউস) আমি অনেক বছর ধরে চিনি, সেই ২০০৬ সাল থেকে। হ্যাঁ, দুর্ভাগ্যজনক। তবে নিয়মের মধ্যেই।”

সেই সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের করা প্রশ্নে এলো ‘স্পিরিট অব ক্রিকেট’-এর প্রসঙ্গে। সেখানে সাকিবের উত্তর আরও পরিস্কার। “তাহলে আইসিসির উচিত ব্যাপারটি দেখা এবং নিয়মটি বদলে ফেলা।”

 

 

সম্পর্কিত খবর