বোনাসের একটি অংশ বন্যার্তদের দিলেন শান্তরা 

বোনাসের একটি অংশ বন্যার্তদের দিলেন শান্তরা 

পাকিস্তান সফরে অভাবনীয় সাফল্যের জন্য আজ (শনিবার) বিসিবি থেকে ৩ কোটি ২০ লাখ টাকা বোনাস পেল বাংলাদেশ। পরে সেই বোনাসের একটি অংশ আগস্টে ফেনী, কুমিল্লা, নোয়াখালিসহ প্রায় ১০ জেলায় ভয়াল বন্যায় বিপর্যস্ত মানুষদের জন্য অনুদান হিসেবে দিলেন শান্ত-মুশফিকরা।

বন্যা মোকাবেলায় দেশের নানান মহলের মানুষের মতো এগিয়ে এসেছিল দেশের ক্রীড়াঙ্গনও। পাকিস্তানে বসেই নিজের ম্যাচ সেরার পুরস্কারের টাকা অনুদান হিসেবে দিয়েছিলেন মুশফিকুর রহিম। সেই তালিকায় ছিল লিটন দাসের নামও। এদিকে বিসিবি থেকেও দেওয়া হয়েছিল ১ কোটি টাকা। এবার নিজেদের বোনাস থেকেই একটি অংশ সেই মানুষদের সুবিদার্থে দিল নাজমুল হোসেন শান্তর দল। 

হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ আজ এক অনুষ্ঠানে বিসিবির পক্ষ থেকে ক্রিকেটারদের পাকিস্তান সফরে অভাবনীয় সাফল্যের জন্য ৩ কোটি ২০ লাখ টাকা বোনাস তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

সেই পুরষ্কার গ্রহণের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমরা সবাই জানি দেশের পরিস্থিতি খুব খারাপ। এখনও সবাই খুব স্ট্রাগল করছে। বন্যার যে অবস্থাটা ছিল, এখনও অনেক মানুষ বিপদে আছেন, কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। ওইখান থেকে সবাই দেশের মানুষ অনেক কষ্ট করছেন, তাদের পাশে থাকার চেষ্টা করছেন। আমাদের যে বোনাসটা আজকে আমরা পেলাম, দলের পক্ষ থেকে সবাই রাজি হয়েছে এখান থেকে একটা অংশ তাদেরকে সহায়তা করার জন্য যতটুকু সম্ভব আমরা করার চেষ্টা করব।’

এদিকে বন্যা পরিস্থিতি এখন আগের থেকে অনেকটা ভালো থাকলেও দেশের মানুষকেও এখনো সেখানকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য উদ্বুদ্ধও করলেন শান্ত। ‘আমি আশা করব দেশের আরও অনেক মানুষ আছেন, যাদের সামর্থ্য আছে আপনারা তাদের পাশে থাকবেন।’

সম্পর্কিত খবর