বাংলাদেশের জন্য কেমন উইকেট বানাচ্ছে ভারত?
আসছে ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে ভারত। এই টেস্টের জন্য বিশেষ পিচ বানাচ্ছে ভারত। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে লাল মাটির উইকেট দিয়ে বাংলাদেশকে স্বাগত জানাবে স্বাগতিকরা, জানাচ্ছে স্থানীয় পত্রিকা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
লাল মাটির উইকেট কেমন আচরণ করবে? এই ধরনের উইকেট সাধারণত বেশ বাউন্সি হয়ে থাকে। তবে স্পিনাররাও সাহায্য পাবেন বেশ।
ঘরের মাটিতে বাংলাদেশ সাধারণত খেলে থাকে কালো মাটির উইকেটে। সেখানে পিচ হয় ধীরগতির। বাউন্সের উপস্থিতিও থাকে না খুব একটা।
সবশেষ ভারত সফরেও এমন বাউন্সি উইকেটই বাংলাদেশকে উপহার দিয়েছিল ভারত। দুটো টেস্টেই বাংলাদেশ হেরেছে ইনিংস ব্যবধানে। দুই টেস্ট থেকে সম্ভাব্য ৪০ উইকেটের ৩৫টিই শিকার করেছিলেন পেসাররা।
শেষ কিছু দিনে বাংলাদেশের পেস আক্রমণ বেশ ভালো পারফর্ম করছে। সবশেষ টেস্টেও সবশেষ ইনিংস থেকে তুলে নিয়েছে ১০ উইকেট। এরপরও নিজেদের শক্তিসামর্থ্য বিচারে ভারত পেস উইকেটই বানাতে চলেছে চেন্নাইয়ে।