মেসির ঝলকে জিতল মায়ামি

মেসির ঝলকে জিতল মায়ামি

চোটের কারণে দীর্ঘ প্রায় তিনমাস মাঠের বাইরে ছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। জাতীয় দল কিংবা ক্লাব, কোনো দলের হয়েই অ্যাংকেলের চোটের ফলে মাঠে নামতে পারছিলেন না। এবার মাঠে ফিরেই নিজের চিরচেনা রূপে ফিরলেন মেসি। তার জোড়া গোলের সুবাদেই দাপুটে জয় পেয়েছে মায়ামি।

দলের জয়ের এই দিনে জোড়া গোলের পাশাপাশি করেছেন একটি অ্যাসিস্টও। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ৩-১ গোলের জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। মোট কথা ম্যাচটা যেন ছিল মেসিময়! তার সমর্থকরাও এতদিন মুখিয়ে ছিলেন মেসিকে এভাবেই ফিরে আসতে দেখবেন বলে।

সুস্থ হয়ে ফিরে এদিন পুরো ৯০ মিনিটই মাঠে ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। তিনি মাঠে ফেরায় সবাই আরও ভালোমতো টের পেয়েছে যে এতদিন তিনি দলে না থাকায় কতটা ভুগতে হচ্ছিল ফ্লোরিডার ক্লাবটিকে।

ম্যাচের শুরুতেই এদিন গোলের দেখা পেয়ে যায় সফরকারী ফিলাডেলফিয়া। শুরুতে ধাক্কা খেয়েও নিজেদের খেলার ধরণ এবং পরিকল্পনা ঠিক রাখে মায়ামি। মাত্র চার মিনিটের ব্যবধানেই জোড়া গোল আদায় করে দলকে এগিয়ে নেন মেসি। ২৫ মিনিটে প্রথম এবং ৩০ মিনিটে দেখা পান দ্বিতীয় গোলের। মেসির জন্য আরও খুশির বিষয় হলো গোল দুটির অ্যাসিস্ট করেছেন তার দুই পুরোনো বন্ধু ও সতীর্থ লুইস সুয়ারেজ এবং জর্দি আলবা।

বিরতির পরও আক্রমণের ধার মজবুত রাখেন মেসি-সুয়ারেজরা। যোগ করা সময়ে বন্ধু সুয়ারেজকে দিয়ে তৃতীয় গোলটি করান মেসি। এতেই বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

সম্পর্কিত খবর