‘দল হিসেবে খেলতে পারলে অবশ্যই ভাল কিছু হবে ইনশাল্লাহ’
ভারতের মাটিতে টেস্ট এবং ওয়ানডে সিরিজ খেলতে আজ দুপুরে দেশ ছাড়ছে বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে এদিন বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে তিনি জানালেন আসন্ন সিরিজ নিয়ে পুরো দলের এবং তার ব্যক্তিগত পরিকল্পনা ও আশার কথা।
ভারতের বিপক্ষে তাদের মাটিতেই খেলা, ফলে সিরিজটা যে বেশ চ্যালেঞ্জিং হবে তা মেনে নিয়েছেন টাইগার কাপ্তান শান্তও। তবে পাকিস্তানের বিপক্ষে সম্প্রতি দারুণ পারফরম্যান্সের পর বেশ আত্মবিশ্বাসী পুরো দল, ‘আমরা দুটা ম্যাচই জেতার জন্যই খেলব। আমাদের লক্ষ্য থাকবে আমাদের কাজটা ঠিকমতো করা। যদি আমরা ঠিকমতো সব করতে পারি অবশ্যই ভাল রেজাল্ট সম্ভব।’
ব্যক্তিগত পারফরম্যান্সের দিকে নজর না দিয়ে সবাই মিলে পুরো একটি দল হিসেবে খেললে অবশ্যই ভালো কিছু হবে, এমনটা আশা করেন শান্ত। নিজের ব্যাটিং দিয়ে দলকে কন্ট্রিবিউট করতে অনুশীলনে বেশ ঘাম ঝরিয়েছেন তিনি। ভারতের মাটিতে তার ব্যাট থেকে রান আসবে এই প্রত্যাশা তার।
এছাড়াও দলের বোলিং ইউনিট নিয়ে চিন্তার কিছু নেই বলে শান্ত জানান, ‘আমাদের স্পিন এবং পেস বোলিং ইউনিট ভালো একটা অবস্থানে আছে। এক্সপেরিয়েন্সের দিক দিয়ে তুলনা করলে আমাদের পেসাররা একটু পিছিয়ে আছে। স্কিলের দিক দিয়ে হয়ত আমরা কাছাকাছি আছি। আমাদের স্পিনারদের এক্সপেরিয়েন্স ও যেকোনো কন্ডিশনে বোলিং করার এবিলিটিটা আছে, এতে আশা করি খুব এক্সাইটিং ম্যাচ হতে যাচ্ছে।’
১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরের মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। লাল বলের লড়াই শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে ৬ অক্টোবর গোয়ালিয়র, ৯ অক্টোবর দিল্লি ও ১২ অক্টোবর হায়দরাবাদের মাটিতে।