সাকিবকে নিয়ে আশাবাদী শান্ত

সাকিবকে নিয়ে আশাবাদী শান্ত

ভারতের উদ্দেশে আজ (রবিবার) দুপুর ১টার দিকে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে তিনি জানালেন আসন্ন সিরিজটিকে ঘিরে তাদের প্রত্যাশা এবং পরিকল্পনার কথা।

শুরুতেই তিনি বলেছেন যে, ভারতের বিপক্ষে তাদের মাটিতে এই সিরিজটা বেশ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। তবে সম্প্রতি পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়ে সিরিজ জেতায় বেশ আত্মবিশ্বাসী পুরো দল। নিজেদের সেরাটা দিলে ভালো কিছু করে দেখানো সম্ভব বলে জানান শান্ত।

একাধিক প্রশ্নের মধ্যে আলাদাভাবে শান্তকে জিজ্ঞেস করা হয় সাকিব আল হাসানের ফর্ম এবং তাকে নিয়ে অধিনায়ক কতটা আশাবাদী এ প্রসঙ্গে। বরাবরের মতোই সাকিবের প্রতি টাইগার ক্রিকেট সমর্থকদের প্রত্যাশা একটু বেশিই থাকে। যদিও সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত এবং রাজনৈতিক কারণে নানামুখী বিতর্কে আছে সাকিবের নাম।

তবে এসব প্রতিকূলতা পেরিয়ে সাকিবের প্রস্তুতি বেশ ভালো বলেন জানান অধিনায়ক, ‘সাকিব ভাইয়ের প্রিপারেশন খুব ভাল হয়েছে। যদিও শেষ সিরিজে ব্যাট হাতে তেমন ফর্মে না থাকলেও বল হাতে তার প্রস্তুতি ভাল। আমি আশা করি এই সিরিজে তিনি ভাল কিছুই করবেন।’

জয় তুলে নিতেই মাঠে নামবেন টাইগাররা। এমনটা জানিয়ে শান্ত বলেন, ‘আমরা দুটা ম্যাচই জেতার জন্যই খেলব। আমাদের লক্ষ্য থাকবে আমাদের কাজটা ঠিকমতো করা। যদি আমরা ঠিকমতো সব করতে পারি অবশ্যই ভাল রেজাল্ট সম্ভব।’

১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরের মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। লাল বলের লড়াই শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে ৬ অক্টোবর গোয়ালিয়র, ৯ অক্টোবর দিল্লি ও ১২ অক্টোবর হায়দরাবাদের মাটিতে।

সম্পর্কিত খবর