নিজের ব্যাটিং নিয়ে যা বললেন শান্ত
অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর শুরুটা হলো অসাধারণ। টেস্ট তার নেতৃত্বে ৬ ম্যাচের মধ্যেই ৩ ম্যাচেই জিতেছে বাংলাদেশ। তবে লাল বলের ক্রিকেটে খুব একটা ছন্দে নেই এই বাঁহাতি ব্যাটার। সবশেষ পাঁচ টেস্টে তার সর্বোচ্চ সংগ্রহ ৩৮ রান, সেটিও সবশেষ রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে। এর আগে গত বছরের নভেম্বরে সিলেট টেস্টে কিউইদের বিপক্ষে হাঁকিয়েছিলেন সেঞ্চুরি। এরপর থেকে এখন পর্যন্ত পাননি কোনো ফিফটি-সেঞ্চুরির দেখা।
তবে ভারত সফরে রওনা দেওয়ার আগে নিজের ব্যাটিং নিয়ে আশার বাণী শোনালেন শান্ত। অধিনায়কত্বে ইতিমধ্যেই কেড়েছেন নজর এবং ব্যাটার হয়েও দলে অবদান রাখতে চান তিনি।
ভারতের উদ্দেশে আজ দুপুরে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের ব্যাটিং নিয়ে শান্ত বলেন, ‘আমার ব্যক্তিগত লক্ষ্য বাংলাদেশ দল জিতুক। ব্যাটার হিসেবে দলে যেন অবদান রাখতে পারি। ওটার জন্য যে প্রস্তুতি নেওয়ার দরকার ছিল, আলহামদুলিল্লাহ নিতে পেরেছি। বাকিটা আল্লাহর ইচ্ছা। আমি দলে অবদান রাখার সর্বোচ্চটা চেষ্টা করব।’
এদিকে পাকিস্তান সফরে শান্ত ব্যাট হাতে কোনো অবদান না রাখলেও দলীয় পারফর্মের অনন্য এক নজির দেখিয়েছে বাংলাদেশ। এতে আরও একবার দলীয় পারফর্মে ভরসা রাখছেন বাংলাদেশ অধিনায়ক এবং জিততে চান দুটি ম্যাচেই।
ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টটা শুরু ১৯ সেপ্টেম্বর, চেন্নাইয়ে। দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু ২৭ সেপ্টেম্বর, কানপুরে। পরে ৬ অক্টোবর থেকে শুরু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।