বাফুফের সভাপতি পদে লড়বেন তরফদার রুহুল আমিন 

বাফুফের সভাপতি পদে লড়বেন তরফদার রুহুল আমিন 

কাজী সালাউদ্দিন শনিবার ঘোষণা দেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর। সে ঘটনার পেরোয়নি ২৪ ঘণ্টাও। এর মধ্যেই জানা গেল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন নির্বাচনের সভাপতি পার্থীর। আসন্ন নির্বাচনে সভাপতির পদে লড়বেন তরফদার রুহুল আমিন। 

সরকার পতনের পর থেকেই বাফুফেতে একাধিকবার আন্দোলন হয়ে কাজী সালাউদ্দিনের পদত্যাগের। সেই সূত্র ধরে, গত ১৩ আগস্ট সালাউদ্দিন বলেছিলেন, ‘আমি পদত্যাগ করছি না। আমি আবারও নির্বাচন করব।’

অবশ্য এই কথা বলার এক মাস পরই নিজের সিদ্ধান্ত পাল্টে ফেললেন সালাউদ্দিন। সিদ্ধান্ত নিলেন নির্বাচনে অংশগ্রহণ না করার। এবং এই ঘটনার এবার এক দিন না পেরোতেই জানা গেল সম্ভাব্য ২৬ অক্টোবরের বাফুফে নির্বাচনের সভাপতির পার্থীর নাম। 

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আজ (রোববার) বিকেলে ঐক্যমতের ভিত্তিতে সভাপতি পার্থীর নাম ঘোষণা করা হয়। 

সেখানে পেশাদার ক্লাব সাইফ স্পোর্টিংয়ের প্রতিষ্ঠাতা এবং ফুটবল সংগঠক তরফদার রুহুল আমিনকে নিয়ে আশার বাণী শোনালেন অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আলী ইমাম তপন, সেই অনুষ্ঠানে তিনি বলেন, ‘জেলা ও ক্লাবগুলোর পক্ষ থেকে তরফদার রুহুল আমিনকে সভাপতি প্রার্থী হিসেবে ঘোষণা করা হচ্ছে। ফুটবল ফেডারেশন জেলা পর্যায়ে লিগ পরিচালনা করতে সহায়তা করেনি। উনার সহায়তায় জেলায় লিগ হয়েছে।' একই মঞ্চ থেকে তরফদার রুহুল আমিন জানান, আসন্ন নির্বাচনের প্রার্থীতা তিনি গ্রহণ করেছেন।’

 

সম্পর্কিত খবর