টাইমড আউটের বুদ্ধি কে দিয়েছিলেন সাকিবকে?
টাইমড আউট। ক্রিকেট ডিকশনারিতে আউটের এই নিয়ম বহু আগে থেকে থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে এই নিয়মে ব্যাটারদের আউট হওয়ার দৃশ্য দেখা গেছে কেবল গতকালই (সোমবার), বাংলাদেশ শ্রীলঙ্কার বিশ্বকাপ ম্যাচে, আর এতেই তুমুল আলোচনা-সমালোচনা।
ম্যাচের ২৫তম ওভারে ক্রিজে নামা নতুন লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস নিজের প্রথম বল ফেস করতে দুই মিনিটের বেশি দেরি করলে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান আম্পায়ারদের কাছে টাইমড আউটের আবেদন করেন। পরবর্তীতে আম্পায়াররা তাকে আউট ঘোষণা করেন।
তবে অনফিল্ড আম্পায়ারদের কাছে এই আউটের আপিল করার বুদ্ধি প্রথমে সাকিবের মাথায় আসেনি। দলের আরেক খেলোয়াড় তাকে বিষয়টি জানিয়েছিলেন
সংবাদ সম্মেলনে সাকিব বলেন, “আমাদের একজন ফিল্ডার এসে আমাকে বলেছিল, আপনি যদি এখনই আবেদন করেন তাহলে সে (ম্যাথিউস) আউট হবে। তারপর আমি আপিল করলাম।”
কিন্তু যে ফিল্ডার এই আপিল করার বুদ্ধি দিয়েছিলেন, তার নাম নেম নেননি সাকিব।
তবে দেশের বেশ কিছু গণমাধ্যমের সূত্র মতে, এই আউটের বুদ্ধি দিয়েছিলেন দলের বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্ত। মাঠের বিচক্ষণতার পাশপাশি এদিন সাকিব ও শান্ত দুইজনই নিজেদের ৮০ উর্ধ্ব ইনিংসের মাধ্যমে ম্যাচ জিতিয়েছেন বাংলাদেশকে।