পরিসংখ্যান বিবেচনায় ভারতকেই এগিয়ে রাখছেন শামি

পরিসংখ্যান বিবেচনায় ভারতকেই এগিয়ে রাখছেন শামি

পাকিস্তানের মাটিতে দারুণ এক সিরিজ জয়ের পর ভারতের মাটিতে বেশ আত্মবিশ্বাস নিয়েই রওনা দিয়েছে টিম টাইগার্স। আজ (রবিবার) দুপুরে ভারতের উদ্দেশে দেশ ছেড়েছে নাজমুল হোসেন শান্তর দল। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এই সিরিজের জন্য নিজেদের সেরা স্কোয়াডই ঘোষণা করেছে দুই দল।

ভারতের মাটিতে তারা বরাবরের মতোই শক্তিশালী। লাল বলের ক্রিকেটে বর্তমানে বিশ্ব র‍্যাংকিংয়েও তারা আছে শীর্ষে। সেখানে তাদের বিপক্ষে তাদের দেশেই টেস্ট খেলাতা বড় চ্যালেঞ্জ, এমনটা বলেছেন টাইগার অধিনায়ক নাজমুল শান্ত নিজেই।

এই সিরিজে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশ কতটা বাঁধা তৈরি করতে পারবে? এই প্রশ্ন অনেকেরই। এ বিষয়ে এবার নিজের মতামত জানালেন ভারতের তারকা পেসার মোহাম্মদ শামি।

গত বছর ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে চোটে পড়েছিলেন শামি। সেই চোট কাটিয়ে এখনো মাঠে নামা হয়নি তার। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি।

বাংলাদেশ প্রসঙ্গে শামি বলেছেন, ‘বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে না ভারতকে হারাবে, সেটা তো নিজেদের দক্ষতার ওপর নির্ভর করবে। বাংলাদেশকে বুঝতে হবে, ওরা কিন্তু এবার ভারতের মাটিতে খেলছে।’

এছারাও পরিসংখ্যানেও ভারত ঢের এগিয়ে, একথা মনে করিয়ে দিয়ে শামি বলেন, ‘এখনও পর্যন্ত যা রেকর্ড সেটাও ভাবতে হবে। ভারতের বিপক্ষে এখনও অবধি বাংলাদেশের যা পারফরম্যান্স এবং বর্তমানে ভারত কেমন খেলছে, সেটাও মাথায় রাখতে হবে। টেস্ট ম্যাচ মানে পাঁচ দিনের সব কটা সেশনই জেতা।’

টেস্ট ফরম্যাটের ইতিহাসে বাংলাদেশ কখনও ভারতকে হারাতে পারেনি। মুখোমুখি ১৩টি ম্যাচের মধ্যে ১১টিতেই জিতেছে ভারত, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। এবার টাইগারদের সামনে সুযোগ আরও একবার ইতিহাস গড়ার। নিজেদের সেরাটাই তাই মাঠে ঢেলে দিয়ে প্রস্তুত শান্তরা।

সম্পর্কিত খবর