চিপকে টস কী কোনো ভূমিকা রাখতে পারে? 

চিপকে টস কী কোনো ভূমিকা রাখতে পারে? 

চেন্নাইয়ের চিপকে আসন্ন ভারত সফরের প্রথম টেস্টে নামবে বাংলাদেশ। এই মাঠে এর আগে অন্য ফরম্যাটে খেললেও লাল বলের ক্রিকেট খেলতে এই প্রথম নামতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। এই মাঠে যেহেতু এর আগে কখনো টেস্ট খেলেনি বাংলাদেশ, এতেই সেখানে কেমন করবে মুশফিক-মিরাজরা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। এদিকে পিচ নিয়েও একটা আবছা ধারণা পাওয়া গেছে। ভারতীয় পত্রিকা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, উইকেট হবে লাল মাটির। তবে টস কী কোনো ইমপ্যাক্ট রাখবে এই টেস্টে? 

টসের বিষয়টি খতিয়ে দেখতে হলে ঘুরে আসতে হবে এই চিপক স্টেডিয়ামের ৯০ বছরের ইতিহাস। ১৯৩৪ সালে চেন্নাইয়ের এই মাঠে প্রথম কোনো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়। সেখানে ভারত খেলেছিল ইংল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে ইংল্যান্ড জিতেছিল ২০২ রানের ব্যবধানে। এই মাঠে সবশেষ টেস্টটাও এই হয়েছে এই দল দুটির মধ্যেই, ২০২১ সালের ফেব্রুয়ারিতে। এই ম্যাচে এবার ইংলিশদের ৩১৭ রানের বড় ব্যবধানে হারিয়েছিল ভারত। 

এখন পর্যন্ত এই মাঠে হয়েছে ৩৪টি টেস্ট। সেখানে টসে জিতে আগে ব্যাট করা দল জিতেছে ১৩ বার এবং বোলিং করা দল জিতেছে ১০ বার। বাকি ১১ ম্যাচ ড্র। তাতে টসের ভূমিকা কিছুটা হলেও থাকছে বেশি। 

এদিকে পাকিস্তান সফরে রাওয়ালপিন্ডিতে দুটি টেস্টেই টসে জিতেছিল বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেই দুটি ম্যাচেই বাংলাদেশ আগে বোলিং করেছে। এদিকে শান্তর নেতৃত্বে দল এর আগে যেই ম্যাচে কিউইদের হারিয়েছে সেখানেও আগে টসে জিতেছিল বাংলাদেশ। তবে শান্তর নেতৃত্বে বাকি তিন ম্যাচের দুটিতেও টসে জিতেছিল বাংলাদেশ, সেই দুটি অবশ্য হেরেছে তারা। তবে এখানেও টসকে ঘিরে বাংলাদেশের সাফল্যর পাল্লা ভারী। 

টস বাদে এবার আরও একবার আসা যাক পিচ প্রসঙ্গে। এর আগে ২০১৯ সালে ভারত সফরে দুটি টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেবারও তারা বানিয়েছিল পেস উইকেট এবং চার ইনিংসে ৪০টি উইকেটের ৩৫টিই নিয়েছিল স্বাগতিকদের পেসাররা। এবারও হয়তো সেই পথেই হাঁটছে ভারত। লাল মাটির পিচ তো সেই কথায় বলছে।

তবে বাংলাদেশের পেসাররা এবার জবাবটা দিতে স্বাভাবিকভাবেই প্রস্তুত। পাকিস্তান সফরে দারুণ ছন্দে ছিলেন তাসকিন-হাসান-নাহিদরা। শরিফুলও ছিলেন দারুণ ছন্দে। তবে চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় থাকছেন না এই টেস্ট সিরিজে। তবে ডানহাতি পেসার ত্রয়ী তাসকিন-হাসান-নাহিদরা ভরসা যোগাচ্ছেন আগের সফরের মতোই।

সম্পর্কিত খবর