বাংলাদেশের বিপক্ষে দেখা যাবে না যেসব তারকা ক্রিকেটারদের
কদিন আগেই পাকিস্তানকে তাদের মাটিতে টেস্ট ফরম্যাটে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এতে টাইগারদের গুরুত্ব দিয়েই দেখছে ভারত। তাদের মাটিতে তারা যতই শক্তিশালী হোক, বাংলাদেশের সাম্প্রতিক দুর্দান্ত ফর্ম দেখে তাদের গুরুত্ব না দিয়েও উপায় নেই। যদিও ভারতের অনেক সাবেক ক্রিকেটারদের মোটেই, নাজমুল শান্তর দলকে বেশ সহজভাবেই হারিয়ে দিবে স্বাগতিকরা।
চেন্নাইয়ের মাটিতে ১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। যার যার পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামবে দুই দল। তবে লাল বলের এই সিরিজের পর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যেখানে হয়ত দেখা যাবে না একাধিক তারকা ভারতীয় ক্রিকেটারদের।
তাদের বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে বিসিসিআই। এদের মধে তালিকার উপরের দিকের নামটা হচ্ছে শুবমান গিলের। তিনি যে বাংলাদেশের বিপক্ষে থাকছেন না তা অনেকতাই নিশ্চিত।
ভারতের গণমাধ্যম পিটিআইকে বোর্ডের এক বিশ্বস্ত সূত্র জানিয়েছে, গিল ছাড়াও আরও দুই তারকা পেসার মোহামুদ সিরাজ এবং জাসপ্রিত বুমরাহও বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না। এমনটা হলে ভারতের বোলিং লাইনআপ কিছুটা হলেও নড়বড়ে হবে, যেটি আবার টাইগারদের জন্য সুবিধার বিষয়।
‘শুভমান বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে রাখা হবে। আপনি যদি ফিক্সচারের দিকে তাকান, তিন টি-টোয়েন্টি খেলা হবে অক্টোবরের ৭, ১০ এবং ১৩ তারিখে। আর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ১৬ তারিখ। তাই মাত্র তিন দিনের বিরতিতে গিলকে বিশ্রামে রাখা প্রয়োজন।'- পিটিআইকে বোর্ডের এক বিশ্বস্ত সূত্র এমনটাই জানিয়েছে।
যদিও ভারত শিবিরে বিকল্প হিসেবে একাধিক ক্রিকেটারও উপস্থিত আছেন। যারা ইতিমধ্যে নিজেদের পারফরম্যান্স দিয়ে বিশ ক্রিকেটে সুনাম কুড়িয়েছেন। তাই বুমরাহ, সিরাজ কিংবা গিলের না খেলা নিয়ে অতটা চিন্তিত নয় স্বাগতিকরা।