স্টেডিয়াম ‘ভেঙেচুরে’ বাংলাদেশ সিরিজের প্রস্তুতি নিচ্ছেন কোহলি
২০১৭ আর ২০১৯, দুই ভারত সফরেই বিরাট কোহলি বাংলাদেশকে ভুগিয়েছেন বেশ। এবারও তেমন কিছুরই প্রস্তুতি নিচ্ছেন কোহলি। চেন্নাইয়ের অনুশীলনে তিনি দেখালেন তারই ঝলক।
চেন্নাইয়ে গত শুক্রবার থেকে অনুশীলনে নেমে পড়েছে ভারত। চিপক স্টেডিয়ামে চলছে তাদের অনুশীলন।
সেখানেই গতকাল ব্যাট করছিলেন কোহলি। সে সময় তিনি খেলেন এমন এক শট, যা সাজঘরের কাছের দেয়ালে গিয়ে লাগে। সেই শটে এতটাই জোর ছিল যে, বলের আকারের গর্ত হয়ে যায় দেয়ালে। বিষয়টি তৎক্ষণাৎ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
কোহলি সবশেষ টেস্ট ম্যাচটা খেলেছিলেন চলতি বছরের শুরুতে। জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলে আর কোনো সাদা পোশাকের ম্যাচ খেলেননি কোহলি।
যে কারণে তিনি দুলীপ ট্রফিতে খেলে বাংলাদেশ সিরিজের প্রস্তুতি নেবেন বলে ধারণা করা হচ্ছিল। তবে তা তিনি করেননি। সরাসরি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই সাদা পোশাক আবার গায়ে চড়াবেন তিনি।