বাংলাদেশ সফরে স্পিনে বাড়তি নজর কিউইদের
চলতি বিশ্বকাপে কিউইদের শুরুটা ছিল নজরকাড়া। তবে হঠাতই যেন বদলে গেল হাওয়া। টানা চার ম্যাচ জয়, পরে টানা ম্যাচ হারে সেমির পথ এখন বেশ কঠিন। ব্যাটারদের বাইরে কিউইদের স্পিনাররা আছেন বেশ ছন্দে। বিশ্বকাপ শেষেই বাংলাদেশের মাঠে দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে তারা। বাংলাদেশের উইকেট বরাবরই স্পিন ফ্রেন্ডলি থাকায় সেই বিভাগে বাড়তি নজর দিয়েই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
চলতি বিশ্বকাপে বল হাতে দারুণ ছন্দে আছেন মিচেল স্যান্টনার। ৮ ম্যাচে তুলে নিয়েছেন ১৪টি উইকেট, যা আসরে এখন পর্যন্ত কিউই বোলার হিসেবে সর্বোচ্চ। এছাড়াও বিশ্বকাপের আগে বাংলাদেশে সাদা বলের সিরিজে দারুণ নৈপুণ্য দেখানো লেগ স্পিনার ইশ সোধিও আছেন দলে। অলরাউন্ডের হিসেবে দলে আসলেও ব্যাট হাতে রীতিমত তাণ্ডব চালাচ্ছেন রাচিন রবীন্দ্র। এতে লাল বলের ক্রিকেটেও করে নিলেন নিজের জায়গা। দুর্দান্ত ব্যাটিং বাদে বলটাও ভালোভাবেই ঘুরাতে পারবেন এই তরুণ খেলোয়াড়। এছাড়া এজাজ প্যাটেল ও গ্লেন ফিলিপস মিলিয়ে কিউইদের স্পিন অবস্থান থাকছে শক্তিশালীর কাতারে।
টিম সাউদির নেতৃত্বে দেওয়া এই দলে ফিরেছেন কেইন উইলিয়ামসন।
আগামী ২১ নভেম্বর বাংলাদেশে পৌঁছাবে সফরকারীরা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি হবে ২৮ নভেম্বর। সিরিজের পরের টেস্ট ৬ ডিসেম্বর, মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে। দুটি টেস্টই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
বাংলাদেশ সফরের জন্য নিউজিল্যান্ড টেস্ট দল: টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, কেইন উইলিয়ামসন, উইল ইয়াং।