সাকিবের আগে চেন্নাইয়ে তামিম!

সাকিবের আগে চেন্নাইয়ে তামিম!

ম্যাচের আর বাকি ৪৮ ঘণ্টারও কম সময়। ঠিক এই পরিস্থিতিতে সাকিব আল হাসানের থাকার কথা ছিল চেন্নাইয়ে, দলের সঙ্গে। স্কোয়াডে তার নাম থাকলেও সাকিব দলের সঙ্গে যোগ দেননি এখনও। 

তবে ঠিক এই সময়ে এসে সাকিবের আগেই তামিম ইকবাল পৌছে গেছেন চেন্নাইতে। না, দলের সঙ্গে যোগ দিয়ে দেননি তিনি। স্কোয়াডে তার নাম নেই। তবে তিনি এরপরও আছেন দলের কাছাকাছি, কারণ ভারতের বিপক্ষে বাংলাদেশের এই সিরিজে ধারাভাষ্যকক্ষে থাকবেন তিনি। 

ধারাভাষ্যে তামিমকে এবারই প্রথম দেখা যাচ্ছে না। গেল বছর ডিসেম্বরে বাংলাদেশ নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টে ধারাভাষ্য দিয়েছিলেন, সেটা ছিল আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রথম। এরও আগে ২০২২ বিপিএলে তাকে প্রথমবারের ধারাভাষ্য দিতে দেখা যায়। 

এবার তিনি ভারত-বাংলাদেশ সিরিজের ম্যাচে ধারাভাষ্য দেবেন। তবে এবার তার জন্য আরও একটা প্রথম অপেক্ষা করছে। দেশের বাইরে কোনো আন্তর্জাতিক সিরিজে এবারই প্রথম ধারাভাষ্য দিতে যাচ্ছেন তিনি। 

ফিটনেসের কারণে অনেক দিন ধরেই তামিম ইকবাল জাতীয় দলে নেই। গেল বছর সেপ্টেম্বরে তামিম সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। তার আগে গেল বছরের এপ্রিলে খেলেছিলেন সবশেষ টেস্টটা। জাতীয় দলে ফিরবেন কি না, এ বিষয়ে এখনও পরিষ্কার জানা যায়নি কোনো পক্ষ থেকেই। এরই মধ্যে তিনি সময়টা কাজে লাগাচ্ছেন ধারাভাষ্যে।

সম্পর্কিত খবর