জ্যোতির ফিফটিতে মান বাঁচালো বাংলাদেশ
টি-টোয়েন্টি সিরিজটা নিজেদের নামে করলেও ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই পাকিস্তান নারী দলের কাছে হেরেছিল বাংলাদেশ। এবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও টাইগ্রেসদের চোখ রাঙ্গানি দিচ্ছে হার। এই ম্যাচে পাকিস্তান নারী দলকে জয়ের জন্য মাত্র ১৭০ রানের লক্ষ্য দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
মিরপুরের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরু থেকেই বাংলাদেশী ব্যাটারদের চাপে রাখা পাকিস্তানের বোলাররা। দলীয় ২১ রানে ঘটে প্রথম উইকেটের পতন, মাত্র ১২ রানে আউট হন ওপেনার মুর্শিদা খাতুন। সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি আরেক ব্যাটার সোবহানা মোস্তারি। তবে এরপরই দলের হাল ধরেন দুই ব্যাটার ফারজানা হোক এবং অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
তারা দুইজনে মিলে গড়েন ৫৩ রানের এক দারুণ জুটি। কিন্তু দলীয় ৯৩ রানে আউট হন ফারজানা হোক (৪০)। এরপরই ঘটে ছন্দপতন। এক নিগার সুলতানা জ্যোতি ছাড়া এদিন কেউই কিছু করতে পারেননি। বাকি ব্যাটাররাও ছিলেন আসা যাওয়ার মিছিলে। যার কারণে শেষমেশ ১৬৯ রানে থামে বাংলাদেশের ইনিংস। টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেছেন নিগার সুলতানা জ্যোতি।
পাকিস্তানের হয়ে সাদিয়া ইকবাল এবং নাশরা সান্ধু উভয়েই নিয়েছেন সর্বোচ্চ দুইটি করে উইকেট।