এমবাপে-এনড্রিকের অভিষেক গোলে শুভসূচনা রিয়ালের

এমবাপে-এনড্রিকের অভিষেক গোলে শুভসূচনা রিয়ালের

চ্যাম্পিয়ন্স লিগ ধরে রাখার মিশনটা জয় দিয়ে শুরু করেছে রিয়াল মাদ্রিদ। ২০২৪-২৫ মৌসুমের প্রথম ম্যাচে ভিএফবি স্টুটগার্টকে দলটা হারিয়েছে ৩-১ গোলে।
সান্তিয়াগো বার্নাবেউতে গত রাতে শুরুটা ভালো হয়েছিল সফরকারীদের। তবে এমন পরিস্থিতি থেকে কার্লো আনচেলত্তির দল কতশত জয় বের করে এনেছে তার ইয়ত্তা নেই। গত রাতেও বের করে আনল বৈকি!
কিলিয়ান এমবাপে একটা কীর্তি দিয়ে শুরু করেছিলেন ম্যাচের দ্বিতীয়ার্ধটা। গোলশূন্য প্রথমার্ধের পর ৪৬ মিনিটে তিনি পেয়ে যান রিয়ালের হয়ে প্রথম আর ক্যারিয়ারের ৪৯তম চ্যাম্পিয়ন্স লিগ গোলের দেখা। তাতে আলফ্রেদো দি স্তেফানোকে সরিয়ে চ্যাম্পিয়ন্স লিগের দশম সর্বোচ্চ গোলদাতা বনে যান তিনি।
তবে ৬৯ মিনিটে দেনিস উন্দাভের গোল সমতায় ফেরায় দুই দলকে। এরপর থেকে সময় বয়ে যাচ্ছিল, ম্যাচটা ধীরে ধীরে এগোচ্ছিল ড্রয়ের দিকে। অন্য সব দল হলে বোধ হয় তাই হতো। কিন্তু দলটা যে রিয়াল মাদ্রিদ! তারা ম্যাচের শেষ দশটা মিনিট খেলল তাদের মতো করেই।
৮৪ মিনিটে ম্যাচে আবারও দলটা এগিয়ে যায় আন্টনিও রুডিগারের গোলে। এরপর যোগ করা সময়ে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচে খেলতে নামা এনড্রিকও গোলের দেখা পেয়ে গেলে জয় নিশ্চিত হয়ে যায় রিয়ালের।

সম্পর্কিত খবর