প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ের শীর্ষে লিভিংস্টোন, সাকিব তিনে
সবশেষ অস্ট্রেলিয়া সিরিজে এক লিয়াম লিভিংস্টোনে চড়েই যেন সিরিজ বাঁচিয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিরিজে ফেরার ম্যাচ ৮৭ রান ও ২টি উইকেট তুলেছিলেন এই অলরাউন্ডার। দলকে জিতিয়েছেন ম্যাচ, নিজে জিতেছেন ম্যাচসেরার খেতাব। এর আগের ম্যাচে ৩৭ রান ও ৩ উইকেট নিয়েছিলেন লিভিংস্টোন। সদ্য শেষ হওয়া এই সিরিজে ব্যাটে-বলে আলো ছড়ানোর পর এবার আরও বড় পুরষ্কার পেলেন তিনি। প্রথমবারের মতো জায়গা করে নিলেন আইসিসির টি-টোয়েন্টির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে।
২৫৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছেন লিভিংস্টোন। এদিকে ২০৮ পয়েন্ট নিয়ে এই তালিকার দুইয়ে জিম্বাবুয়ের সিকান্দার রাজা এবং ২০৬ পয়েন্ট নিয়ে তিনে আছে সাকিব আল হাসান। বুধবার টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের হালনাগাদে এই তথ্য প্রকাশ করেছে আইসিসি।
সিরিজ শুরুর আগে লিভিংস্টোন ছিলেন তালিকার আটে। এতে শুরুর সাত জন পিছিয়েছেন এক ধাপ করে।
এদিকে এই ফরম্যাটের ব্যাটিংয়ের র্যাঙ্কিংয়েও বড় লাফ দিয়েছেন তিনি। ৫০ থেকে ১৭ ধাপ এগিয়ে এখন আছে ৩৩তম স্থানে। তার রেটিং পয়েন্ট ৫৬০। এদিকে ব্যাটিংয় র্যাঙ্কিংয়ে ৮৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন অজি মারকুটের ব্যাটার ট্রাভিস হেড। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে র্যাঙ্কিংয়ে সবার এগিয়ে আছেন তাওহীদ হৃদয়। ৫৮৭ পয়েন্ট নিয়ে তিনি আছেন ২৭তম স্থানে।