শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড টেস্ট শেষ হবে ছয় দিনে
টেস্ট ম্যাচে খেলা হয় পাঁচ দিনের। তবে শ্রীলঙ্কার মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের প্রথম টেস্টটি শেষ হবে ছয় দিনে। আজ থেকে শুরু হওয়া গল টেস্ট সূচি অনুযায়ী শেষ হওয়ার কথা ছিল ২২ সেপ্টেম্বর। তবে দেশটিতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থাকায় টেস্টের শেষদিন নির্ধারণ করা হয়েছে সোমবার, ২৩ সেপ্টেম্বর।
আগামী শনিবার শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। এতেই টেস্টের তৃতীয় ও চতুর্থ দিনের মধ্যে থাকবে একদিন বিরতি।
কিউইদের লঙ্কান সিরিজে এমন ঘটনায় ফিরল মিরপুরের স্মৃতি। ২০০৮ সালে টেস্ট ছয় দিনে শেষ হওয়ায় সবশেষ ঘটনাটি ছিল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের প্রথম টেস্টে।
১৬ বছর আগে সেই টেস্টটি শুরু হয়েছিল ২৬ ডিসেম্বর। এবং সূচি অনুযায়ী শেষ হওয়ার কথা ছিল ৩০ ডিসেম্বর। তবে ২৯ ডিসেম্বর দেশে জাতীয় নির্বাচন থাকায় সেই দিন খেলায় ছিল বিরতি এবং টেস্ট শেষ হয় ৩১ ডিসেম্বর। সেই ম্যাচে ১০৭ রানে জিতেছিল লঙ্কানরা।
এদিকে একবিংশ শতাব্দীতে টেস্টে এমন ঘটনা আছে মোট তিনটি। এই দুটি ছাড়া তৃতীয় ঘটনার সঙ্গেই জড়িত লঙ্কানদের নাম। ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে কলম্বোটেস্টের তৃতীয় ও চতুর্থ দিনের মাঝে ছিল এক দিনের বিরতি। ২৩ বছর আগের সেই ঘটনাটি অবশ্য নির্বাচন ঘিরে ছিল না। সেদিন ছিল বৌদ্ধ পূর্ণিমা, বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। এর ২৩ বছর পর এবার গলে নির্বাচনকে ঘরে চলতি শতাব্দীতে তৃতীয়বারের মতো ছয় দিনের টেস্টের ঘটনার সঙ্গে জুড়ল শ্রীলঙ্কার নাম।