জাতীয় দলের ভবিষ্যৎ চিন্তায় নেই রুমানা-সালমারা 

জাতীয় দলের ভবিষ্যৎ চিন্তায় নেই রুমানা-সালমারা 

শ্রীলঙ্কা সফরে এ দলের মোড়কে মূলত নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে গিয়েছিলেন জাতীয় দলের ক্রিকেটাররাই। সেখানে নিয়মিতদের মধ্যে ছিলেন না কেবল রুমানা আহমেদ। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও জায়গা মিলল না এই অভিজ্ঞ ক্রিকেটারের। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা তাজ নেহার। 

নেহারকে দলে নেওয়ার বিষয়টি অবশ্য পরিষ্কার করেছেন দেশের নারী ক্রিকেটের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ। আজ (বুধবার) দুপুরে বিসিবির ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় প্রবাসীদের দিয়ে দল ঘোষণা করেছে বোর্ড। এরপরই সংবাদ সম্মেলনে আসেন বিসিবির নারী ক্রিকেটের প্রধান হাবিবুল বাশার ও প্রধান নির্বাচক সাজ্জাদ। সেখানে রুমানাকে বাদ দেওয়া প্রসঙ্গে সাজ্জাদ বলেন, ‘তাজকে দলে নেওয়া হয়েছে মূলত সাবেক অধিনায়ক রুমানার জায়গায়। রুমানা এশিয়া কাপে ভালো করেনি। তার ব্যাটিংটাও আপাতত টি-টোয়েন্টির সঙ্গে যাচ্ছে না।’

এদিকে সাবেক অধিনায়ক রুমানার পর প্রসঙ্গ এলো আরেক সাবেক অধিনায়কের, সালমা খাতুনের। যিনি দেড় বছরেরও বেশি সময় ধরে নেই জাতীয় দলে। সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২০২২ সালের ডিসেম্বর। সেখান থেকে ২১ মাস পর এই অধিনায়কের প্রসঙ্গটা এলো আরও এক বিশ্বকাপ সামনে রেখে। হয়তো অনেকেই তাকে দেখতে চেয়েছিলেন বিদায়ী টুর্নামেন্ট হিসেবে। তবে রুমানা-সালমাদের নিয়ে ভিন্ন কিছু ভাবছে বিসিবি এবং আপাতত বোর্ডের ভবিষ্যৎ ভাবনায় নেই দুজনের কেউই। 

এই প্রসঙ্গে সাজ্জাদ বলেন, ‘আমরা সালমা, রুমানা দুজনের সঙ্গেই কথা বলেছি। তারা যদি দেশের হয়ে শেষ কোনো ম্যাচ খেলতে চায়, অবশ্যই আমরা চেষ্টা করব, তাদের মাঠ থেকে বিদায় দিতে। খেলা ছাড়ার পরও বোর্ডে তাদের অন্য ভূমিকায় রাখা যেতে পারে। তবে সিদ্ধান্তটা তো তাদেরই নিতে হবে।’

এতেই স্বাভাবিকভাবেই এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের অবসরের কথায় ভাবছে বিসিবি এবং সেখানে সালমা-রুমানারা সামনে কেমন সাড়া দেয় সেটা এখন সময়ের অপেক্ষায়।  

সম্পর্কিত খবর