আঙুলের চোটে বিশ্বকাপ শেষ সাকিবের, খেলবেন না নিউজিল্যান্ড সিরিজেও
এবারের বিশ্বকাপে নিজের শেষ ম্যাচটা শ্রীলঙ্কার বিপক্ষেই খেলে ফেললেন সাকিব আল হাসান। আঙুলে চোট নিয়ে বিশ্বকাপ শেষ হয়ে গেছে তার। একই কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজেও খেলা হচ্ছে না তার।
বিশ্বকাপটা মোটেও ভালো কাটেনি তার। ব্যাট হাতে রান তুলতে পেরেছেন মোটে ১৮৬, উইকেট নিয়েছেন ৯টি। মাঝে ভারতের বিপক্ষে একটা ম্যাচ খেলেননি চোটের কারণে। নতুন আরেক চোটে এবার বিশ্বকাপটা এক ম্যাচ আগেই শেষ হয়ে গেল তার। আগামী ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটায় তাকে ছাড়াই নামতে হবে বাংলাদেশকে।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাঁ হাতের তর্জনীতে চোট পেয়েছেন তিনি। স্ক্যানে ধরা পড়েছে, তার আঙুলে চিড় ধরেছে, যে কারণে শেষ ম্যাচের জন্য তাকে পাচ্ছে না বাংলাদেশ।
জাতীয় দলের ফিজিও বায়েজিদ ইসলাম খান জানিয়েছেন, ‘সাকিবের বাঁ হাতের তর্জনীতে চোটটা লেগেছিল ইনিংসের শুরুর দিকেই। কিন্তু সাপোর্টিভ ট্যাপিং আর পেইনকিলার নিয়ে তিনি ইনিংসটা শেষ করে এসেছেন। দিল্লিতে ম্যাচের পরই তাকে জরুরি ভিত্তিতে এক্সরে করতে পাঠানো হয়। তাতে ধরা পড়ে তার বাঁ হাতের তর্জনীর পিআইপি জয়েন্টে চিড় ধরেছে। তার রিকভারির আনুমানিক সময় ধরা হচ্ছে তিন থেকে চার সপ্তাহ। সে আজই বাংলাদেশে ফিরে যাবে রিহ্যাব শুরু করতে।’
তিন থেকে চার সপ্তাহ লাগবে তার সেরে উঠতে, ঠিক এই সময় বাংলাদেশ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ। তাকে সেই সিরিজে পাচ্ছে না দল। তবে এরপরই ফিরতি সফরে নিউজিল্যান্ডে পা রাখবে বাংলাদেশ, সেই সিরিজে তাকে পাওয়ার আশা করছে দল।