আফগানদের বিপক্ষে ৩৬ রানেই ৭ উইকেট নেই প্রোটিয়াদের
সবাইকে চমকে দিয়ে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠেছিল আফগানিস্তানের। প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ চারে ওঠায় বেশ আত্মবিশ্বাসী ছিল আফগানরা, স্বপ্ন দেখছিল ফাইনাল খেলার। তবে তাদের সেই স্বপ্ন শেষ হয়েছিল ১১ ওভার ৫ বলেই। কেননা দক্ষিণ আফ্রিকার সামনে স্রেফ ৫৬ রানেই অলআউট হয়েছিল তারা। পরে ম্যাচটি হেরেছিল ৯ উইকেটে।
মাস তিনেক পর এবার টি-টোয়েন্টি সেই হারের প্রতিশোধ ওয়ানডেতে নিতে চলেছে আফগানরা। সারজায় সিরিজের প্রথম ওয়ানডেতে ফারুকির পেস এবং গাজানফারের স্পিন ঘূর্ণিতে স্কোরবোর্ডে ৩৬ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে সফরকারীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪ ওভার শেষে ৭ উইকেটে প্রোটিয়াদের সংগ্রহ ৪০ রান।
সারজা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। পরে ব্যাট করতে শুরু থেকেই দেখেশুনে ব্যাট করছিলেন দুই ওপেনার রিজা হেন্ড্রিক্স ও টনি ডি জর্জি। তবে দলীয় ১৭ রানের মাথায় হেন্ড্রিক্সকে বোল্ড করে ফেরান ফারুকি।
সেখান থেকেই শুরু সাজঘরে ফেরার লাইন। পরে ১৯ রান যোগ করতেই একে একে সাজঘরে ফেরেন মার্করাম, জর্জি, স্টাবস, স্মিথ, কাইল ও পেহলুকাইয়ো।
এই মুহূর্তে ব্যাটিং বিপর্যয় সামলাতে লড়ছেন দুই টেল এন্ডার ব্যাটার মুল্ডার ও ফরটুইন।