চেন্নাই টেস্টের আগে কেবল নিজেদের নিয়ে ভাবছেন শান্ত
ভারতের মাঠ সঙ্গে শক্তিশালী দল। দুইয়ে মিলে চ্যালেঞ্জটা বেশ কঠিন হতে যাচ্ছে বাংলাদেশের জন্য। তবে চেন্নাইয়ে আগামীকাল (বৃহস্পতিবার) সিরিজের প্রথম টেস্টের আগে স্রেফ নিজেদের নিয়েই ভাবছেন সফরকারী দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভাবছেন নিজেদের শক্তিমত্তা নিয়ে।
চেন্নাই টেস্টের মধ্যে দিয়ে পাঁচ বছর পর ভারতের মাটিতে লাল বলের ক্রিকেটে নামছে বাংলাদেশ। এর আগে ভারতের মাটিতে তিন টেস্টের একটিতেও জেতেনি বাংলাদেশ। হেরেছেও বেশ বাজেভাবেই, তিনবারই। তবে এবারের সিরিজের আগে বেশ আত্মবিশ্বাসী সাকিব-মুশফিকরা। কেননা সবশেষ সিরিজে পাকিস্তানে গিয়ে তাদের ধবলধোলাই করে এসেছে নাজমুল হোসেন শান্তর দল। তাই তো ভারতের বিপক্ষে নিজেদের একদম পিছিয়ে রাখছেন না শান্ত।
ম্যাচের আগে দিনে স্বাভাবিকভাবে দলের পক্ষে সংবাদ সম্মেলনে এসেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে ভারতের মাঠে তাদের মতো সেরা দলের বিপক্ষে চাপটা কেমন অনুভব করছেন এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘চাপ মনে হয় না, উপভোগ করি। আমরা সবাই এই চ্যালেঞ্জ উপভোগ করি। এমন প্রতিপক্ষের সঙ্গে খেলতে অবশ্যই ভালো লাগা কাজ করে।’
প্রতিপক্ষ যে বা যেমনই থাকুক সবাই জেতার জন্য খেলে। সঙ্গে শান্ত আরও জানালেন, টেস্টের শেষ দিনের শেষ সেশনে এসে ভাববেন ফলাফল নিয়ে, সঙ্গে নিজেদের শক্তিমত্তা নিয়েই এখন তার ভাবনা।
এসব প্রসঙ্গ টেনে শান্ত বলেন, ‘কঠিন প্রতিপক্ষ, এটা আমরা সবাই স্বীকার করি। কিন্তু প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের শক্তিমত্তা নিয়ে ভাবা জরুরি। আমি বিশ্বাস করি, এখানে ভালো ক্রিকেট খেলার সামর্থ্য এই দলের আছে। পাঁচ দিনের ম্যাচ, পাঁচটা দিনই কীভাবে ভালো খেলা যায়। লক্ষ্য একটাই, প্রতিটি ম্যাচই জিতব। প্রতিটি আন্তর্জাতিক দলই জেতার জন্য খেলে। আমরাও জেতার জন্য খেলব, আর এজন্য যা করা প্রয়োজন করব। পঞ্চম দিনের শেষ সেশনে গিয়ে ফলাফল নিয়ে চিন্তা, এর আগপর্যন্ত আমরা চেষ্টা করব শক্তি অনুযায়ী খেলার।’