সাকিবের কমন সেন্স নিয়ে প্রশ্ন তুললেন ম্যাথিউস
হতাশ, উত্তেজিত, রাগান্বিত। সোমবার বাংলাদেশের বিপক্ষে টাইমড আউট হওয়ার পর, প্যাভিলিয়নে ম্যাথিউসের ফেরত যাওয়ার দৃশ্যটা ব্যাখ্যা করতে চাইলে এই তিনটি শব্দই যথার্থ। রাগ করাটাই স্বাভাবিক। তবে শুধু সেই সময় না, বরং বাংলাদেশের ব্যাটিং ইনিংসের সময়ও ম্যাথিউসের চাপা রাগ এবং ক্ষোভের বহিঃপ্রকাশ বেশ স্পষ্টভাবেই দেখা গেছে। ম্যাথিউস যখন সাকিবকে নিজের বোলিংয়েই আউট করলেন, ঠিক তখনও এক প্রকার অখেলোয়াড়সুল্ভ আচরণই করেছিলেন তিনি। এমনকি ম্যাচ শেষে বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে হাতও মেলাতে আসেনি লঙ্কান ক্রিকেটাররা।
তবে ম্যাথিউসের এমন অখেলোয়াড়সুলভ আচরণ শুধু মাঠেই সীমাবদ্ধ থাকেনি, প্রকাশ পেয়ছে ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সেও। বাংলাদেশের ক্রিকেটারদের বললেন যাচ্ছেতাই। এমনকি বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের কমন সেন্স নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
ম্যাথিউস বলেন, ‘আমি কোনো ভুল করিনি। ক্রিজে গিয়ে প্রস্তুত হওয়ার জন্য দুই মিনিট সময় থাকে, যেটা আমি করেছি। এটা ছিল একটা ইকুয়েপমেন্ট ম্যালফাঙ্কশন। আমি জানি না, কমন সেন্স ব্যাপারটি কোথায় গেল। কারণ, এটা অবশ্যই সাকিব ও বাংলাদেশের জন্য অসম্মানজনক। তারা যদি এভাবে ক্রিকেট খেলতে চায় ও এই পর্যায়ে নামতে চায়, তাহলে ভয়ঙ্কর কোনো ভুল হচ্ছে।’
বৈশ্বিক টুর্নামেন্ট হোক কিংবা দ্বিপাক্ষিক সিরিজ, সম্প্রতি কয়েক বছর ধরেই বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াইয়ে এক টানটান উত্তেজনা বিরাজ করে। অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড আউট হওয়ার ঘটনা টা যেন এই দুই দলের দ্বৈরথে যেন যোগ করলো এক নতুন মাত্রা।