সুপার ওভার রোমাঞ্চে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

সুপার ওভার রোমাঞ্চে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

ম্যাচটা ইতিহাসের পাতাতেই ঢুকে গেছে বৈকি! এ অভিজ্ঞতাটাই যে একেবারে আনকোরা, নতুন! নারী ক্রিকেট তো বটেই, পুরুষদের ক্রিকেটেও যে বাংলাদেশ কখনো খেলেনি সুপার ওভারে। সেই সুপার ওভার রোমাঞ্চে বাংলাদেশ জয় তুলে নিয়েছে পাকিস্তানের বিপক্ষে। ৩ ম্যাচের নারী ওয়ানডে সিরিজে সমতা এনেছে ১-১ এ।

সুপার ওভারে মনে হচ্ছিল খেলাটা বুঝি এখানেও টাই হবে। শেষ বলে প্রয়োজন ছিল দুই রান। পাকিস্তান অধিনায়ক নিদা দার সময়ক্ষেপণ করছিলেন ফিল্ডিং সাজাতে, তাতে শেষ বলের অপেক্ষা কেবল বাড়ছিলই। শেষমেশ আম্পায়ারেরও হস্তক্ষেপের প্রয়োজন পড়ল তাতে। শেষমেশ শেষ বলের অপেক্ষা যখন শেষ হলো, তখন দৃশ্যপটে এলেন আরেক অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগের বলে সোবহানা মুস্তারির বিদায়ের পর তিনি এসেছিলেন উইকেটে, বল খেলেননি একটিও। এসেই শেষ বলের এমন চাপ।

তবে সব চাপ জ্যোতি উড়িয়ে দিলেন উইকেট ছেড়ে বেরিয়ে এসে। নাশরাহ সান্ধুর করা বলটা তুলে মারেন লং অফের দিকে। ফিল্ডার ছিল বৃত্তের ভেতর। বলটা তো সে ফিল্ডারকে টপকে গেলই, চলে গেল একেবারে বাউন্ডারিতে। শেরে বাংলা স্টেডিয়ামের ডাগ আউট থেকে সঙ্গে সঙ্গে বাংলাদেশের খেলোয়াড়রা গিয়ে ছুটে যান মাঠে। তা হওয়ারই কথা ছিল, যে শ্বাসরুদ্ধকর লড়াইটা হলো, তা শেষে এমন উদযাপন না হলেই বরং অবাক হওয়ার বিষয় হতো।

ম্যাচের ইতিটা যেমন টানলেন, নিগার মঞ্চটাও গড়ে দিয়েছিলেন এমন রোমাঞ্চের। ব্যাট হাতে শুরুতে ফারজানা হকের সঙ্গে গড়েন ৪৯ রানের জুটি। ৪০ রান করা ফারজানার বিদায়ের পর এক পাশ আগলে রেখে করেন হাফ সেঞ্চুরি। তা ৫৪ রানের ইনিংসে ভর করে বাংলাদেশও পেয়ে যায় ১৬৯ রানের লড়াকু এক পুঁজি। 

জবাবে পাকিস্তান একেবারে শুরু থেকেই উইকেট খুইয়েছে নিয়মিত বিরতিতে। ওপেনিং থেকে শেষ পর্যন্ত ভালো শুরু পেয়েছিলেন সবাই, তবে বাংলাদেশ বোলাররা কাউকেই থিতু হতে দেননি, সাজঘরের পথ দেখিয়েছিলেন তার আগেই। শেষ ওভারে প্রয়োজন ছিল তিন রানের, হাতে ছিল এক উইকেট। নাশরাহ সান্ধু আর সাদিয়া ইকবালকে তা তুলে নিতে দেননি শেষ ওভার করতে আসা ফাহিমা খাতুন। ৫০তম ওভারের পঞ্চম বলে রান আউট হন নাশরাহ। ম্যাচটা গড়ায় সুপার ওভারে। 

সেখানে পাকিস্তান শুরুতেই উইকেট খুইয়ে বসেছিল। দ্বিতীয় উইকেট খোয়ানোর আগে তুলতে পারে সাত রান। জবাবে বাংলাদেশের হয়ে সোবহানা শুরু করেছিলেন চার মেরে। তবে পরের চার বলে দুই রান আর এক উইকেট পরিস্থিতিটাকে কঠিন করে দিয়েছিল দলের। জ্যোতির ব্যাটে চড়ে যা জয় করে বাংলাদেশ। 

সম্পর্কিত খবর