ইসরায়েলের সঙ্গে ম্যাচ, না খেলার ঘোষণা বাংলাদেশি দাবাড়ুর

ইসরায়েলের সঙ্গে ম্যাচ, না খেলার ঘোষণা বাংলাদেশি দাবাড়ুর

হাঙ্গেরির বুদাপেস্টে আজ শনিবার বাংলাদেশের সামনে পড়েছে ইসরায়েল। দেশটির বিরুদ্ধে না খেলার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সর্বকনিষ্ঠ দাবাড়ু এনামুল হোসেন।

শেষ এক বছর ধরে ফিলিস্তিনের গাজায় একের পর এক হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল। তার আগে ইউক্রেনে হামলার কারণে রাশিয়া অনেক ক্রীড়া আসরেই খেলতে পারেনি। তবে ইসরায়েলের ওপর তেমন কোনো নিষেধাজ্ঞা আসেনি কোনো খেলাতেই। তারা নির্বিঘ্নেই খেলে যাচ্ছে সব ক্রীড়া আসরে।

আর এই বিষয়টি নিয়েই প্রশ্ন তুলেছেন এনামুল। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘২০২২ সালের চেন্নাই দাবা অলিম্পিয়াড ও ২০২৪–এর হাঙ্গেরি দাবা অলিম্পিয়াডে রাশিয়া ও বেলারুশ দল হিসেবে অংশ নিতে পারেনি। তাহলে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল কীভাবে অংশগ্রহণ করতে পারে? কালকে তাদের খেলা বাংলাদেশের সঙ্গে পড়েছে। আমি বয়কট করলাম।’

তবে এই পোস্ট দেওয়ার পর বিষয়টি চোখে পড়েছে দাবা ফেডারেশনেরও। দশম রাউন্ডে ইসরায়েলের বিপক্ষে খেলতে অন্য কেউ অস্বীকৃতি জানাননি। এনামুলের নাম দশম রাউন্ডের জন্য কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছে বাংলাদেশ দাবা ফেডারেশন। তিনি না খেললে ওই বোর্ডে পয়েন্ট পাবে ইসরায়েল। যার ফলে তাকে বোর্ডে বসানোর জন্য চাপ দিচ্ছে এখন ফেডারেশন।

সম্পর্কিত খবর