আবারও ভালো শুরু পায়ে ঠেলার আফসোস

আবারও ভালো শুরু পায়ে ঠেলার আফসোস

দিনটা দ্রুতই শেষ হয়ে গেল। আলোকস্বল্পতার কারণে দিনের খেলা ২৪ মিনিট বাকি থাকতেই শেষ করে দেওয়া হয়েছে। তার আগে ৫১৫ রানের লক্ষ্য নিয়ে নেমে বাংলাদেশ খুইয়ে বসেছে ৪ উইকেট, স্কোরবোর্ডে তুলেছে ১৫৮। 

যেভাবে ৮৬/১ থেকে ১৪৬/৪ হয়ে গেল স্কোরবোর্ডের চেহারা, তাতে মনে হচ্ছে দিনটা একটু আগেভাগে শেষ হয়ে ‘শাপে বর’ই হয়েছে বাংলাদেশের জন্য! সে যাই হোক, বাংলাদেশের দিন শেষের সুরটা তাতে বদলাবে না একটুও। আজও দিনের শেষটা হচ্ছে ভালো শুরু পায়ে ঠেলে দেওয়ার আফসোস নিয়ে।

বিস্তারিত আসছে…

সম্পর্কিত খবর