ইবরাহিমের সেঞ্চুরিতে লড়াইয়ের পুঁজি পেল আফগানিস্তান
আগুনটা আগেই জ্বালিয়ে রেখেছিল আফগানিস্তান। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে আফগানদের বিপক্ষে সিরিজ বাতিল করেছিল অস্ট্রেলিয়া। সে প্রসঙ্গ তুলে নাভিন উল হক জানিয়েছিলেন, মানবাধিকার নাকি দুই পয়েন্ট? অজিরা এখন কোন পথে হাঁটবে?
আফগানদের বহুল প্রতীক্ষিত অস্ট্রেলিয়া ম্যাচ আজ। সে ম্যাচে আফগানরা রীতিমতো চোখরাঙানিই দিচ্ছে অজিদের। তাতে নেতৃত্বটা দিয়েছেন ইবরাহিম জাদরান। তার অপরাজিত সেঞ্চুরিতে ভর করে আফগানরা তুলে নিয়েছে ২৯১ রানের বিশাল সংগ্রহ।
আফগানরা ইনিংসের শুরু থেকেই নির্ভরশীল ছিল ইবরাহিমের ব্যাটের ওপর। বাকিদের সবাই এসেছেন, থিতু হয়েছেন, এরপর উইকেট ছুঁড়ে দিয়ে ফিরেছেন প্যাভিলিয়নে। তবে তা অবশ্য এসেছে নির্দিষ্ট বিরতির পর পর। তাই শেষ পাওয়ারপ্লেতে যখন ঢুকছে আফগানরা, তখনো তাদের হাতে ছয় উইকেট, স্কোরবোর্ডে ছিল ১৯৭ রান।
এরপর শেষের ঝড়টা তুলেছেন রশিদ খান। ৪৬তম ওভারে মোহাম্মদ নবীর বিদায়ের পর তিনি এলেন ক্রিজে। খেললেন ১৮ বলে ৩৫ রানের এক ইনিংস। সঙ্গে ইবরাহিমও হাত খোলেন, শেষমেশ অপরাজিত থাকেন ১২৯ রানে। তাতেই শেষ পাঁচ ওভারে আফগানরা তুলল ৬৪ রান। ইনিংস শেষ করল ২৯১ রান তুলে।