জ্যোতির ব্যাটে সিরিজে ফিরল বাংলাদেশ

জ্যোতির ব্যাটে সিরিজে ফিরল বাংলাদেশ

সাকিবরা না পারলেও জ্যোতিরা পেরেছেন। ইডেনে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ছেলেরা হারলেও মিরপুরে মেয়েরা এবার আর ভুল করেনি। ছেলেরা যেমন শ্রীলঙ্কাকে হারিয়ে জয়ে ফিরেছে, তেমনি মেয়েরাও। পাকিস্তানের বিপক্ষে সাগরিকায় টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর মিরপুরে ওয়ানডেতে এসেই হোঁচট। ১-০ তে পিছিয়ে পড়ার পর জ্যোতির দল জয়ের ধারায় ফিরেছে সুপার ওভারে জয় দিয়েই। সিরিজ এখন ১-১ সমতায়। তবে ম্যাচটা যে উত্তেজনা ছড়িয়েই জিততে হয়েছে। সেই সাথে সাসপেন্সেরও জয় হয়েছে বটে।

টস জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ৫৪ এবং ওপেনার ফারজানা হকের ৪০ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভার খেলে বাঘিনীরা তুলে নয় উইকেটে ১৬৯ রান। ৪৩ রানের দুই উইকেট পড়ার পর দুজনে ৩য় উইকেটে গড়েন ৯৯ বলে ৪৯ রানের জুটি। তারা ছাড়াও ডাবল ডিজিট স্পর্শ করেন আরও তিনজন। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন সাদিয়া ইকবাল এবং নাশরা সানধু।

মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৪১ রান তুলেন সিদরা আমিন এবং সাদাফ শামাস। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা পাকিস্তান ১০০ রানে হারায় পঞ্চম উইকেট। ৫০তম ওভারের ৫ম বলে দলীয় ১৬৯ রানে নাশরা রানআউট হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে।

যেখানে নাহিদার প্রথম বলেই ইরাম জাভেদের উইকেট হারায় পাকিস্তান। আলিয়া রিয়াজ একটা বাউন্ডারি হাঁকালেও এক বল বাকী থাকতে তিনিও সাজঘরে ফেরায় সুপার ওভারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় সাত।

যেটা মোকাবেলায় প্রথম বলেই চার মেরে দলকে চাপমুক্ত করেন সোবহানা মুস্তারি। ৫ম বলে দলীয় ছয় রানে সোবহানা আউট হলেও শেষ বলে অধিনায়ক জ্যোতির বাউন্ডারিতে সিরিজে সমতা আনে বাংলাদেশের মেয়েরা।

সম্পর্কিত খবর