দায় স্বীকার করলেন বাংলাদেশ অধিনায়ক
বাংলাদেশ রীতিমতো উড়ছিল। প্রথম দিনে দলের ভালো শুরুর পর ভারত ৩৭৬ রান করলেও খেলাটা হাত থেকে বেরিয়ে যায়নি। ব্যাটাররা ভালো করলেই পরিস্থিতিটা সহজ হয়ে যেত আবার। কিন্তু নাজমুল হোসেন শান্তর দল সেটা করতে পারল কই?
প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট হয় দল। বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে যায় তখনই। ২৮০ রানের ব্যবধানে হারের দায়টা তাই টপ অর্ডারের কাঁধেই নিলেন শান্ত।
তিনি বলেন, ‘প্রথম ইনিংসে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। ম্যাচের ওই সময়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল। টপ অর্ডারে যদি অন্তত একটা জুটি করতে পারতাম তাহলে আমরা আরও ভালো অবস্থায় থাকতে পারতাম।’
‘এই ম্যাচ থেকে যদি শেখার কথা বলেন তাহলে আমার মনে হয় টপ অর্ডারদের ক্ষেত্রে, বিশেষ করে প্রথম ইনিংসে আরও বেশি সাবধানী হওয়া উচিত ছিল। আমাদের আরও বেশি রান করা প্রয়োজন ছিল। সব ব্যাটাররা মনে করে তারা কামব্যাক করতে পারবে।’
দ্বিতীয় ইনিংসে কিছুটা উন্নতি হয়েছে ব্যাটিংয়ে, রান এসেছে স্রেফ টপ আর মিডল অর্ডার থেকেই। তবে ৫১৫ রানের লক্ষ্যে খেলতে নেমে এটা যথেষ্ট হয়নি শেষমেশ। তবে শান্ত ভবিষ্যতের কথা ভাবছেন এখন, তার অভিমত, এটা কানপুর টেস্টে দলের কাজে আসবে।
তিনি বলেন, ‘উইকেটে সময় কাটানোটা গুরুত্বপূর্ণ কিন্তু আমরা যতটা কাটিয়েছিলাম সেটা যথেষ্ট ছিল না। কিন্তু এখনও দ্বিতীয় টেস্টে এটা সহায়তা করবে। ৬২ রানের জুটি গড়াটা ওপেনারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এটা এমন একটা জিনিস যা সামনের টেস্টে নজর রাখতে পারে।’