মেরিনার ইয়াংসের নতুন সভাপতি সামির কাদের চৌধুরী
সর্বশেষ হকি লিগের যুগ্ম চ্যাম্পিয়ন ঢাকা মেরিনার ইয়াংস নতুন সভাপতি পেয়েছে। ক্লাবটির সভাপতি হুয়েছেন সামির কাদের চৌধুরী।
সামির ক্রীড়া সংগঠক হিসেবে বেশ পরিচিত মুখ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের দল চিটাগাং কিংসের চেয়ারম্যান ছিলেন তিনি। সঙ্গে এসকিউ স্পোর্টস এন্টারটেইনমেন্ট লিমিটেডেরও প্রধান ছিলেন সামির। তার আরও একটি পরিচয় দি ঢাকা ডাইয়িং-এর প্রধান নির্বাহী।
মেরিনারের বার্ষিক সাধারণ সভা হয়েছে সম্প্রতি। সেখানে সদস্যদের সর্বসম্মতিতে নির্বাচিত হন সামির। তিনি বলেন, ‘যেসব আসরে মেরিনার্স ক্লাব অংশগ্রহণ করে, আগামীতে সেগুলোতে শিরোপা জয়ের লক্ষ্যে দল গঠন করা হবে।’
এ সময় সামির কাদের চৌধুরী ক্লাবটিকে তার ঐতিহ্য বজায় রেখে একটি আদর্শ ক্রীড়া সংগঠন হিসেবে গড়ে তোলার কাজে নিজেকে নিয়োজিত রাখবেন বলে প্রতিশ্রুতিও দেন।