মোহনবাগানকে হারিয়ে আশা জিইয়ে রাখল কিংস
দ্বিতীয় রাউন্ডে যেতে হলে মোহনবাগানের বিপক্ষে জেতা ছাড়া অন্য কোনো পথই খোলা ছিল না বসুন্ধরা কিংসের। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা করে দেখিয়েছে তাই। ২-১ গোলে হারিয়ে বাঁচিয়ে রেখেছে নকআউটে খেলার আশা।
শুরুতে অবশ্য পিছিয়েই পড়েছিল বসুন্ধরা। ১৭ মিনিটে শুভাশিষের বাড়ানো বলে জেসন কামিন্স কাটব্যাক করেন। তা ঝাঁপিয়ে পড়ে ফেরান শ্রাবণ। তবে রিবাউন্ডে লিস্টন কোলাচোর শটটা ফেরাতে পারেননি। নিজেদের মাঠে পিছিয়ে পড়ে বসুন্ধরা।
সে গোল শোধের জন্য বসুন্ধরা মরিয়া হয়ে ওঠে এরপরই। ৪৩ মিনিটে মেলে সফলতা। চার্লস দিদিয়েরের পাস থেকে বল পান মিগেল বক্সের ঠিক বাইরে থেকে করে বসেন শট। আর তা জড়ায় জালে।
দ্বিতীয়ার্ধের শুরুতে বসুন্ধরার জালে একবার বল জড়ায়। কিন্তু জেসন কামিন্স সেবার অফসাইডে ছিলেন, তাই গোল আর পায়নি সফরকারীরা। তার কিছু পরই বসুন্ধরা গোলের দেখা পেয়ে যায়। গোলটা করেন রবসন রবিনিও।
সেই এক গোলই বসুন্ধরাকে পাইয়ে দেয় জয়ের দেখা। এই জয়ের ফলে চার ম্যাচে সাত পয়েন্ট হলো দলটির। মোহনবাগানেরও পয়েন্ট একই, তবে হেড টু হেডে এগিয়ে বসুন্ধরা আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে গ্রুপ পর্ব শেষ করতে হবে প্রথম স্থানে থেকেই।