লেভান্ডভস্কির গোলে জিতল বার্সা
লা লিগায় এবারের মৌসুমে বার্সেলোনা রীতিমতো উড়ছে। টানা ছয় জয় নিয়ে গেতাফের মুখোমুখি হয়েছিল গত রাতে। ১-০ গোলের জয় তুলে নিয়ে কাতালানরা সংখ্যাটাকে উন্নীত করেছে ৭-এ।
নিজেদের মাঠ এস্তাদি লুইস কম্পানিসে বার্সেলোনা সবশেষ এক মাসে ম্যাচ খেলেছে ১টি। গত ৩১ আগস্ট, ভায়াদোলিদের বিপক্ষে সে ম্যাচের মতো ঝড় অবশ্য গত রাতে তুলতে পারেনি কাতালানরা। তবে তাতে কি, ৩ পয়েন্ট তো ঠিকই জিতে নেওয়া গেছে!
বার্সেলোনার একমাত্র গোলটা করেছেন রবার্ট লেভান্ডভস্কি। ১৯ মিনিটে জুলস কুন্দের ক্রস গিয়ে পড়ে গেতাফে গোলরক্ষক দাভিদ সরিয়ার সামনে, তিনি তা ঠেকাতে চেষ্টা করেও পারেননি। বলটা পান লেভান্ডভস্কি। অনেকটা ফাঁকা পোস্টেই গোলটা করেন তিনি। সেই এক গোলই বার্সাকে এগিয়ে দেয় ১-০ গোলে।
এই গোলে লা লিগার শীর্ষ গোলদাতার মসনদে আরও একটু জাঁকিয়ে বসলেন পোলিশ এই স্ট্রাইকার। ৭ ম্যাচে ৭ গোল তার নামের পাশে। দুইয়ে আছেন তার সতীর্থ রাফিনিয়া আর রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপে, দুজনেরই গোল ৫টি করে।
গেতাফে এই মৌসুমে একটা ম্যাচও জেতেনি এখনও। গত রাতে একাধিক সুযোগ পেয়েছিল গোলের। সেগুলো হাতছাড়া করেছে হেলায়। তা না হলে ম্যাচের দৃশ্যটা অন্যরকমও হতে পারত।
এই ম্যাচের পর বার্সার পয়েন্ট হলো ৭ ম্যাচে ২১। তারা আছে তালিকার শীর্ষে। ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ, তিনে থাকা অ্যাথলেটিক বিলবাওয়ের পয়েন্ট ১৩।