‘ম্যাক্স প্রেসার থেকে ম্যাক্স পারফরম্যান্স’

‘ম্যাক্স প্রেসার থেকে ম্যাক্স পারফরম্যান্স’

অবিশ্বাস্য, অতিমানবীয়, অনবদ্য। এর সঙ্গে আরও ডজনখানেক বিশেষণ জুড়ে দিলেও গতকাল ম্যাক্সওয়েল যা করে দেখিয়েছেন তার বর্ণনায় ফিকে পড়ে যাবে। এমন ইনিংস আদতে হয়তো কেউই ভেবেছিল না। কেউই না।

২৯২ রানের লক্ষ্যে অজিদের সংগ্রহ যখন ৭ উইকেটে কেবল ৯১ রান, সেখান থেকে ক্রিকেটের উপন্যাসের পাতায় এক অবিশ্বাস্য গল্পের শুরু করলেন গ্লেন ম্যাক্সওয়েল। তার তরফ থীক গল্প শেষ করে ২২ গজ থেকে ঠিকই উঠে এসেছেন, তবে হাজারো ক্রিকেটপ্রেমীরা তাকে নিয়ে লিখে চলেছেন নানান গল্প। প্রশংসার সেই জোয়ারে মেতেছেন ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারও। তার জীবনে দেখা সেরা ওয়ানডে ইনিংস এটিই।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর এক পোস্টে শচীন বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে অসাধারণ এক ইনিংস খেলেছে ইব্রাহিম জাদরান। তার ব্যাটে ভর করেই বড় সংগ্রহ পেয়েছে আফগানিস্তান।  তারা দ্বিতীয় ইনিংসেও ভালো শুরু পেয়েছিল এবং ম্যাচের ৭০ ওভার ভালো খেললেও, শেষের ২৫ ওভারে আফগানদের ভাগ্য পরিবর্তনে ম্যাক্সওয়েল যথেষ্ট ছিল।’

পোস্টতিতে লেখা শচীনের পরের লাইন শুধু ম্যাক্সওয়েলর জন্যই। ‘ম্যাক্স প্রেসার থেকে ম্যাক্স পারফরম্যান্স। এটা আমার জীবনে দেখা সেরা একদিনের ম্যাচের ইনিংস।‘

১২৮ বলে ২০১ রানের এই রূপকথা হয়তো অনেক বছরের জন্য গড়ে গেল। এই অবস্থান থকে দলের ৩ উইকেটের জয়, দলকে সেমিতে পৌঁছানো তাও আবার ইনজুরি নিয়ে। ক্রিকেটে হয়তো পেরিয়ে যাবে আরও শত বছর, তবে ক্রিকেট যে কিছুটা হলেও বোঝে সে আপনাকে মনে রাখতে বাধ্য, গ্লেন ম্যাক্সওয়েল।

 

সম্পর্কিত খবর