নেইমারকে নিয়ে দুঃসংবাদ শোনালেন কোচ
নেইমার সবশেষ গেল বছর মাঠে নেমেছিলেন। আল হিলালের হয়ে অভিষেকের পর প্রায় পুরোটা সময়ই তিনি ছিলেন মাঠের বাইরে। লিগামেন্টের চোট তাকে ফিরতে দেয়নি মাঠে।
তবে এবার তাকে নিয়ে নতুন দুঃসংবাদ দিলেন আল হিলালের কোচ হোর্হে হেসুস। তিনি জানালেন, নেইমারের ফিরতে প্রত্যাশার চেয়েও বেশি সময় লাগবে।
গেল বছরের অক্টোবরে তিনি মেনিস্কাস ও অ্যান্টেরিওর ক্রুশিয়েট লিগামেন্টের চোট পান। আল হিলালের হয়ে মোটে ৫ ম্যাচ খেলা নেইমারকে এর পরই যেতে হয় অস্ত্রোপচারে। চলতি বছরের জুলাইয়ের আগ পর্যন্ত তিনি মাঠে নামতে পারেননি যে কারণে।
তার ফেরা নিয়ে উৎসুক অনেক ভক্ত সমর্থকই। কিছু দিন আগে কোচ হেসুসই জানিয়েছিলেন, নেইমার ফিরতে পারেন সেপ্টেম্বর-অক্টোবরের দিকে। তবে পরিস্থিতি দেখে সে বক্তব্য থেকে সরে এসেছেন তিনি। জানালেন, নেইমার কখন মাঠে ফিরবেন, সে তথ্য তার কাছে নেই এখন।
তিনি বলেন, ‘নেইমার আল হিলাল তো বটেই, লিগের জন্যও একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে সে কবে ফিরবে, তা আমি বলতে পারব না। আমরা বিষয়টাকে জানুয়ারিতে আবারও পরীক্ষা করব।’
সেটা হলে আল হিলাল তাকে আগামী মধ্যবর্তী দলবদলে দলে নিবন্ধন করাতে পারবে। সৌদি প্রো লিগে ২১ এর বেশি বয়সী সর্বোচ্চ ৮ জন বিদেশী খেলোয়াড় নিবন্ধন করাতে পারে। দীর্ঘদিন চোটে থাকা নেইমারের জায়গাটা তাই পেয়ে গেছেন মার্কোস লিওনার্দো, যিনি বেনফিকা থেকে সেপ্টেম্বরের শুরুতে গেছেন আল হিলালে।
নেইমার ফুল ফিট হয়ে ফিরলে অবশ্য আল হিলালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবেন। এই আসরে বিদেশীদের নিবন্ধন নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই।
এদিকে নেইমারের চুক্তির সময়ও ফুরিয়ে আসছে। আগামী বছরের আগস্ট মাস পর্যন্ত আল হিলালের হয়ে চুক্তিবদ্ধ থাকবেন ব্রাজিলিয়ান এই তারকা।