ভেজা আউটফিল্ড, টসে দেরি
কানপুর টেস্টের প্রথম দিনে বাগড়া দিয়েছে বৃষ্টি। খেলার সময় নয় অবশ্য, তারও অনেক আগে। ভেজা আউটফিল্ডের কারণে এখনও এই টেস্টের টসটা করা যায়নি।
বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই ছিল। যে কারণে পুরো মাঠ ঢেকে রাখা হয়। তবে বৃষ্টিতে আউটফিল্ড ভিজেছে বেশ। যার ফলে এখনও টস করা সম্ভব হয়নি।
আম্পায়াররা বাংলাদেশ সময় ১০টার দিকে আবারও মাঠ পরিদর্শনে যাবেন। ফলে টস হতে আরও কিছু সময় বাকি রয়ে গেছে এখনও।
কানপুরে বাংলাদেশকে অভ্যর্থনা জানাবে কালো মাটির উইকেট। এমন উইকেটে মিরপুরে খেলে থাকে দল। উইকেটে কিছুটা শুকনো ঘাসের উপস্থিতি আছে।
তবে আকাশে মেঘের উপস্থিতি জানান দিচ্ছে পেসারদেরও করার আছে অনেক কিছু। যার ফলে দুই দলের একাদশের ভাবনাতেও পরিবর্তন আসতে পারে বৈকি!