এক ইনিংসে ম্যাক্সওয়েলের যত রেকর্ড
ছোটবেলায় নিশ্চয়ই ১৯৮৪ সালে করা ভিভ রিচার্ডসের ১৮৯ রানের ইনিংসের গল্প শুনেছেন। হয়তো, আক্ষেপও হয়েছে কিছুটা। কিন্তু মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলের অতিমানবীয় ২০১ রানের ইনিংস দেখে নিশ্চয়ই একজন ক্রিকেটপ্রেমী হিসেবে সেই ইনিংস না দেখার আক্ষেপ কিছুটা হলেও ঘুচেছে। এদিন ম্যাক্সওয়েল যেন শুধু মাত্র একটি ইনিংসই খেললেন না বরং রচনা করলেন নতুন এক রুপকথার। ঠিক যেন ধ্বংসস্তুপ থেকে দলকে উদ্ধার করা একা এক যোদ্ধা।
এদিন ম্যাক্সওয়েল শুধু দলকে জেতাননি; বরং গড়েছেন বেশ কিছু রেকর্ডও। চলুন সেই রেকর্ড গুলোর দিকে এক নজর চোখ বুলিয়ে আসা যাক।
ডাবল সেঞ্চুরিতে প্রথম অজি
ওয়ানডে ক্রিকেটে এর আগেও বেশ কিছু ক্রিকেটার ডাবল সেঞ্চুরি হাকালেও, কোনো অজি ব্যাটার হিসেবে এই প্রথম ক্রিকেটের এই ফরম্যাটে ডাবল সেঞ্চুরি হাকালেন ম্যাক্সওয়েল।
ওয়ানডেতে রান চেজে সর্বোচ্চ ইনিংস
রান চেজ করতে গিয়ে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে ম্যাক্সওয়েলের আফগানিস্তানের বিপক্ষে এই ইনিংসই সর্বোচ্চ রানের ইনিংস, পাশাপাশি এটিই রান চেজে কোনো ব্যাটারের প্রথম ডাবল সেঞ্চুরি।
ওয়ানডেতে ছয়ে বা তার নিচে নেমে সর্বোচ্চ
নিজের এই ইনিংসের মাধ্যমে ম্যাক্সওয়েল কপিল দেবের রেকর্ডও ভেঙ্গে ফেললেন। ওয়ানডেতে ছয়ে বা তার নিচে নেমে কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস ছিল ১৭৫, যা ১৯৮৫ সালে করেছিলেন কপিল দেব।
অজিদের হয়ে বিশ্বকাপের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা
২০১ রানের দুর্দান্ত ইনিংসে তিনি ছক্কা হাঁকান ১০টি। বিশ্বকাপে যা অজিদের হয়ে সর্বোচ্চ। আগের রেকর্ডটি যৌথভাবে ছিল ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের, চলমান আসরে পাকিস্তানের বিপক্ষে, ৯ ছক্কার।
ওয়ানডেতে অজিদের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ
ওয়ানডে ক্রিকেট বা বিশ্বকাপে যেকোনো ক্ষেত্রেই এটি অজিদের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। একইসঙ্গে প্রথম অজি ব্যাটার হিসেবে একদিনের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হাঁকালেন ম্যাক্সওয়েল। পাশাপাশি বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসের তৃতীয় ডাবল সেঞ্চুরির মালিকও ম্যাক্সওয়েল।